বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তে গড়িমসি কেন?’ প্রমাণ নষ্টের আশঙ্কায় শেখর সুমন

‘সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তে গড়িমসি কেন?’ প্রমাণ নষ্টের আশঙ্কায় শেখর সুমন

ফের সিবিআই তদন্তের দাবিতে সরব শেখর সুমন 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে না? ফের প্রশ্ন তুললেন শেখর সুমন। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সামনে আসার পর থেকে এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত। পুলিশ যতই এই ঘটনাকে আত্মহত্যা বলে তুলে ধরুক,সেই তত্ত্ব মানতে রাজি নয় প্রয়াত অভিনেতার অনুরাগীদের একটা বড় অংশ। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের লাগাতার দাবি জানাচ্ছেন তাঁরা। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় পথে নেমেও চলছে মৌন মিছিল। শুরু থেকেই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন অভিনেতা শেখর সুমন। এবং ঘটনার ৩৬ দিন পরেও সিবিআই তদন্তের কোনওরকম আশ্বাস না মেলায় হতাশ শেখর সুমন। টুইট বার্তায় ক্ষোভ উগরে দিলেন এই অভিনেতা-সঞ্চালক। তিনি আতঙ্কিত যে সিবিআই যদি পরবর্তী সময় এই মামলার তদন্তভার পায়ও,'ততদিনে সমস্ত তথ্য,প্রমাণ হয় সরিয়ে ফেলা হবে নয়ত নষ্ট করা হবে'।

রবিবার টুইটারে সিবিআই তদন্ত নিয়ে সরকারের এই গড়িমসি নিয়ে প্রশ্ন তুললেন শেখর সুমন। তিনি লেখেন, ‘আমার মনে হয় যতদিনে সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া হবে, যদি কোনওদিন দেওয়া হয় যেমনটা হয় আর কী,সিনেমা কিংবা অপরাধমূলক উপন্যাসে-সমস্ত তথ্যপ্রমাণ নয় লোপাট করা হবে না হলে নষ্ট করে দেওয়া হবে এবং দুর্ভাগ্যবশত সিবিআইয়ের তখন কিছুই করবার থাকবে না’।

অপর একটি টুইটে তিনি লেখেন, ‘আমরা কিসের জন্য অপেক্ষা করছি? কেন সিবিআই তদন্তের অনুমতি মিলছে না? আরও একটা জীবন শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা চলছে? একটা সুইসাইডের তদন্ত দুদিনে বন্ধ হয়ে যায়। ৩৪ দিন হয়ে গিয়েছে। সেটাই বলে দিচ্ছে যে বিষয়টা যেমন বলা হচ্ছে তেমন নয়, এর গভীরে অনেক কিছু রয়েছে’।

দিন কয়েক আগেই সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তে নিয়ে প্রয়াত অভিনেতার পরিবারের চুপ থাকায় হাতাশা জাহির করেছিলেন শেখর সুমন। তাঁদের নীরাবতা সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে বলেই মনে করেছিলেন শেখর সুমন। 

সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে অভিনেতার পরিবারের তরফে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি, তবে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী গত বৃহস্পতিবার টুইটারে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.