বাংলা নিউজ > বায়োস্কোপ > Sajid-Sherlyn: 'আমাকে যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন!' সাজিদকে 'বিগ বস'-এ দেখে গর্জে উঠলেন শার্লিন

Sajid-Sherlyn: 'আমাকে যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন!' সাজিদকে 'বিগ বস'-এ দেখে গর্জে উঠলেন শার্লিন

শার্লিন গলা তুললেন সাজিদের বিরুদ্ধে।

সলমনের প্রতি ভরসা রেখেছেন শার্লিন। 'বিগ বস'-এর সঞ্চালক তাঁর পাশে দাঁড়াবেন, বিশ্বাস অভিনেত্রীর।

বেশ কয়েক বছর আগের কথা। ইন্ডাস্ট্রির আরও অনেকের মতোই পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। জানিয়েছিলেন, কাজ পাইয়ে দেওয়ার 'টোপ' দিয়ে তাঁর সঙ্গে অসভ্যতা করেছিলেন সাজিদ। যাঁর বিরুদ্ধে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগ, সেই ব্যক্তি 'বিগ বস'-এ ঠাঁই পান কী করে? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ অভিনেত্রী। রাখঢাক না করে সাজিদ এবং অনুষ্ঠানের নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রকাশ্যেই।

সলমনের প্রতি ভরসা রেখেছেন শার্লিন। 'বিগ বস'-এর সঞ্চালক তাঁর পাশে দাঁড়াবেন, বিশ্বাস অভিনেত্রীর। একটি টুইটে তিনি লেখেন, 'উনি আমাকে ওঁর যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন। সেটি দেখে ০ থেকে ১০-এর মধ্যে নম্বর দিতে বলেন। 'বিগ বস'-এর বাড়ি এসে ওঁকে রেটিং দিতে চাই। ভারত দেখুক, ওঁর মতো একজন মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত।'

এখানেই থেমে যাননি শার্লিন। তাঁর বক্তব্য, 'এখনও পর্যন্ত কেউ বলেননি যে, সাজিদ তাঁর মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেছেন। যৌন হেনস্থা করা যে ওঁর স্বভাব, তা আমাদের বুঝে যাওয়া উচিত। সলমন খান আর 'বিগ বস'-এর নির্মাতারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন! এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই আমাকে বলুন!'

(আরও পড়ুন: সাজিদকে সাহায্য করায় সলমনের ‘বিষাক্ত পুরুষত্ব’-কে আক্রমণ গায়িকা সোনা মহাপাত্রর)

২০১৮ সালে 'মিটু আন্দোলন'-এর ঢেউয়ের প্রভাব পড়ে সাজিদের জীবনে। একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ছবিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাজিদ তাঁদের যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। সাজিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পরে তাঁকে এক বছরের জন্য সাসপেন্ড করে 'ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন'।

বন্ধ করুন