গুটি গুটি পায়ে স্বাভাবিক জীবনে ফিরছে গোটা দেশ। সরকারি নির্দেশে ফের একবার খুলেছে সিনেমা হল। ধীরে ধীরে একাধিক প্রযোজকরা তাঁদের ছবি হলেই রিলিজ করানোর সিদ্ধান্ত নিচ্ছেন। অবশ্যই করোনা বিধি মেনে। তবে একেবারে উল্টো সুর শোনা গেল বলি-অভিনেতা নিকিতিন ধীর-এর মুখে। সম্প্রতি, 'শেরশাহ' ছবিতে দেখা গেছে বলিপাড়ার এই পরিচিত মুখকে। কোনও রাখঢাক না করেই নিকিতিন জানালেন বর্তমান পরিস্থিতি নিরিখে তাঁর মনে হয় সিনেমা হলের তুলনায় ওটিটি প্ল্যাটফর্মে ছবি রিলিজ করানোটা সবদিক থেকেই মস্ত সুবিধের।
নিজের বক্তব্যের যুক্তি হিসেবে নিকিতিন বলেন, 'অনেক কষ্টে বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে আমাদের দেশ। তাই এমন সময় কোনও তাড়াহুড়ো না করাই ভালো। বিশেষ করে কখনওই চাইব না কোনও কারণে সিনেমা হলে ছবি মুক্তির ফলে করোনা ফের চাড়া দিয়ে উঠুক'। 'চেন্নাই এক্সপ্রেস' খ্যাত এই অভিনেতা মনে করেন সিনেমাও দর্শকদের একরকম সেবা প্রদান করছে। বুঝিয়েও বলেন সে কথা, 'সিনেমার হয়তো ক্ষমতা নেই আশেপাশে যা পরিস্থিতিটা পরিবর্তন করে ঠিক করে দেওয়ার। কিন্তু ঘরবন্দি মানুষের মন, মেজাজ তো বদলে দিতে পারে। একটু আনন্দ দিতে পারে। সেটাই বা কম কী।
প্রসঙ্গত,'শেরশাহ' ছবিতে মেজর অজয় সিং জাসরোটিয়ার চরিত্রে দেখা গেছে নিকিতিন-কে। অভিনেতা জানিয়েছেন তাঁর কেরিয়ারে এই ছবি এবং এই চরিত্র অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।