নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই চর্চায় থাকেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানি (Kiara Advani)। ‘শেরশাহ’ জুটির প্রেমকাহিনি বি-টাউনে ওপেন সিক্রেট। অক্ষয় কুমার থেকে বরুণ ধাওয়ান, বহু তারকাই ইনিয়ে বিনিয়ে এই লাভ-স্টোরিতে শিলমোহর আগেই দিয়েছেন। কখনও হাসিতে, কখনও চুপ থেকে- সিদ্ধার্থের সঙ্গে নিজের প্রেমে সম্মতি জানিয়েছেন কিয়ারাও। এর মাঝেই সিদ্ধার্থ-কিয়ারা এমন কাণ্ড ঘটালেন যে নতুন করে চর্চায় তাঁদের প্রেম কাহিনি।
আসলে গতকাল (শুক্রবার) ছিল ‘শেরশাহ’ ছবি মুক্তির এক বছর পূূর্তি। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মন জিতে নিয়ে সফল হয়েছিল পুরোপুরি। করোনা আবহে সরাসরি ওটিটি-তে মুক্তি পাওয়া অন্যতম সফল ছবি কার্গিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বত্রার বায়োপিক। বিশেষ দিনে ফ্যানেদের সারপ্রাইজ দিতে লাইভে হাজির হন সিদ্ধার্থ-কিয়ারা। এতদূর সব ঠিকই ছিল, কিন্তু আসল চমক তো আসে একদম শেষে। সিদ্ধার্থ ওঠে আচমকাই কিয়ারার পাশে হাজির হন, স্পষ্ট হয় আদতে একই বাড়ি থেকে লাইভ করছিলেন দুজনে। যা দেখে চোখ গোলগোল সবার। এখন প্রশ্ন হল তবে কি একসঙ্গেই থাকছেন দুজনে? লিভইনের জল্পনা উস্কে দিলেন দুজনে।
শুধু তাই নয়, ‘শেরশাহ’র সুপারহিট গান ‘রাতান লম্বিয়া’তে একটি রোম্যান্টিক রিল ভিডিয়োও শেয়ার করেছেন তাঁরা। যেখানে প্রেম একদম উপচে পড়ছে। এই ভিডিয়োতে মন্তব্যের ঝড়। দুজনর রসায়নে মুগ্ধ অনুরাগীরা। সিদ্ধার্থ-কিয়ারা ‘মেড অফ ইচ আদার’, এমনটাই বলছেন ফ্য়ানেরা।
গত এপ্রিলে জুটির ব্রেক-আপের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। তবে অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মার ইদের পার্টিতে হাত ধরাধরি করে পৌঁছে দুজনে বুঝিয়ে দেন একসঙ্গেই আছেন তাঁরা। বাকিটা শুধু গুজব। আরও পড়ুন- ‘মুখেই অনেক বড় বড় কথা বলে গিয়েছ’, সিদ্ধার্থকে পিন কেটে কেন এ কথা বললেন কিয়ারা?
এই মুহূর্তে সিদ্ধার্থের হাতে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সিরিজ। এছাড়াও ‘যোদ্ধা’ ছবিতে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করবেন সিদ্ধার্থ। পাশাপাশি রশ্মিকা মন্দানার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতেও কাজ করছেন তিনি। কম ব্যস্ত নন কিয়ারাও। শীঘ্রই বরুণের সঙ্গে ‘ভেড়িয়া’ এবং ভিকি কৌশলের সঙ্গে ‘মিস্টার লেলে’ ছবিতে দেখা যাবে।
যদিও ফ্যানেদের মনে এখন একটাই প্রশ্ন, সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে ফের কবে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে? পাশাপাশি নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ কবে এগিয়ে নিয়ে যাবেন তাঁরা, সেই দিকেও নজর সবার।