অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের সংসার ভাঙার খবরে উত্তাল বলিউড। মাস কয়েক ধরেই চর্চা, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন রাই সুন্দরী। আম্বানির ছেলের বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। খবর, শাশুড়ি আর ননদকে নিয়ে নিত্য অশান্তির জেরেই নাকি জলসা ছেড়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী।
ননদিনি শ্বেতার অতিরিক্ত দখলদারি পছন্দ নয় ঐশ্বর্যর। জানা যায়, বাবা-মা'র সঙ্গেই থাকেন বচ্চন-কন্যা। তবে ঘনিষ্ঠমহলের খবর, বিয়ে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিষেক-ঐশ্বর্য। এর মাঝেই রাজনীতিবিদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের একটি পুরোনো ভিডিয়ো সামনে এসেছে, সেখানে পুত্রবধূর সাথে তার সম্পর্কের বিষয়ে আলোকপাত করেছে বচ্চন ঘরণী।
খিটখিটে স্বভাবের জন্য হামেশাই চর্চায় থাকেন জয়া বচ্চন। মিডিয়ার ক্যামেরা দেখলেই চটে লাল হয়ে যান অমিতাভ জায়া। আজকাল সাক্ষাৎকার দেওয়া থেকে দূরেই থাকেন বর্ষীয়ান অভিনেত্রী। পুরোনো এই ভিডিয়োয় জয়াকে ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার সঙ্গে কথোপকথন করতে দেখা গেল।
ক্লিপটিতে জয়া মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য নিয়ে তার মতামত ব্যক্ত করে বলেন, ‘মেয়ে এবং বউমার মধ্যে পার্থক্য রয়েছে। মানে, আমি জানি না কেন, কিন্তু সকলে মনে করেন না যে বাবা-মা’কে সম্মান করার দরকার নেই। মেয়ে হিসেবে বাবা-মাকে হেলাফেলা করে। কিন্তু শ্বশুর-শাশুড়ির সঙ্গে তুমি এটা করতে পারো না'।
তিনি আরও জানান, বিয়ের পর একটি মেয়ের জীবনে অনেক কিছুই বদলে যায়। জয়া বলেন, ‘পরে পরিস্থিতি বদলায়- কারণ আজ নিজেকে ভাদুড়ির চেয়ে বেশি বচ্চন মনে হয়।’ একটা পর্যায়ে জয়া স্বীকার করেন, অভিষেক ও তাঁর মেয়ে শ্বেতার প্রতি তিনি 'অত্যন্ত কঠোর' অভিভাবক। ঐশ্বর্যর প্রতিও কি কঠোর তিনি? জবাবে জয়া বচ্চন বলেন, কঠোর? ও আমার মেয়ে নয়! ও আমার পুত্রবধূ। আমি কেন তার প্রতি কঠোর হব? আমি নিশ্চিত যে তার মা তার জন্য এটি করেছেন'।
ইন্টারনেটে প্রতিক্রিয়া
ভিডিওটি রেডিটে পোস্ট করা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জয়াকে এখানে দেখে অবাক হয়ে গেলাম’, অন্য একজন লিখেছেন, ‘তিনি যা বলছেন তা ভুল নয়’।
ঐশ্বর্য-অভিষেকের সংসারে ফাটল?
২০০৭ সালে ঐশ্বর্যকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের একটি কন্যা সন্তান আরাধ্যার জন্ম হয়। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন দুজনে। তবে জুলাইয়ে মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তারকাখচিত বিয়েতে পৃথকভাবে আসার পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ডিভোর্সের জল্পনা দানা বেঁধেছে গত বছরের শেষদিক থেকেই।
হালে ডিভোর্স সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিষেক লাইক দিলে গুঞ্জন আরও জোরালো হয়। সম্প্রতি একাই প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সাপোর্টে হাজির হয়েছিলেন অভিষেক। সেই ছবি পোস্ট করলেও কমেন্ট বক্স বন্ধ রাখেন অভিষেক। ঐশ্বর্য-কেন্দ্রিক মন্তব্য এড়াতেই এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।