বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং পার্থসারথি দেব অভিনীত ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন পরিচালক শিবাজী দত্ত। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেখানো হয়েছিল যখন একটি শিশু বাবা-মাকে কাছে পায় না, তখন সে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে।
গল্পে ছিল চারটি চরিত্র। প্রবোধ চন্দ্র, ছেলে অমিতাভ, পুত্রবধূ হেম এবং দুই নাতি মেঘ এবং বিদ্যুৎ। মেঘ এবং বিদ্যুতের বাবা এতটাই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে যে দুই ছেলেকে সময় দিতে পারে না। অন্যদিকে হেম নিজের অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত থাকার কারণে সন্তানদের তেমনভাবে দেখতে পারে না।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
বাবা-মা অবহেলা করলেও দুই নাতিকে সময় দেওয়ার চেষ্টা করেন দাদু প্রবোধ চন্দ্র। কিন্তু তাতে কি আর মনে পড়ে শিশুদের? ঘটতে থাকে একের পর এক অপ্রীতিকর ঘটনা। একটি পরিবারের ভাঙ্গা গড়ার গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ছবিটি, যা মানুষের ভীষণ পছন্দের একটি ছবিতে পরিণত হয়েছিল।
এবার একটি রাজনৈতিক গল্প নিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন পরিচালক। জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। শুধু তাই নয়, এই ছবিটা অভিনয় করবেন বলিউডের প্রথম সারির একাধিক তারকা।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
এও জানা গিয়েছে, শুধু রাজনৈতিক খেলা নয়, মানুষের দৈনন্দিন সংগ্রাম এবং জীবনী শক্তিকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এই ছবির গল্প। এই সিনেমা শুধু একটি ছবি নয়, হতে চলেছে পরিচালকের এমন একটি কন্ঠ যা পৌঁছে যাবে মানুষের মধ্যে।
এই মুহূর্তে প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত পরিচালক। যদিও এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কারা অভিনয় করবেন সেটাও জানা যায়নি তবে ছবিটি যে একটি বিরাট বড় সারপ্রাইজ হতে চলেছে দর্শকদের জন্য তা বলাই বাহুল্য।