বক্স অফিস কাঁপছে খাদান ঝড়ে। ১৫ দিনেই বক্স অফিসে ১২ কোটির গণ্ডি ছাড়িয়েছিল দেবের ছবি। বহুরূপীর রেকর্ড ভেঙে তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হওয়ার দৌড়ে রয়েছেন সুপারস্টার দেব। খাদানের সাফল্যকে দেব শুরু থেকেই গোটা বাংলা ইন্ডাস্ট্রির সাফল্য হিসাবে তুলে ধরেছেন। কিন্তু হাতে গোনা দেব ভক্তদের কুরুচিকর আক্রমণের মুখে অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন।
সোমবার সোশ্যাল মিডিয়ায় দেব-ভক্তদের কুরুচিকর ট্রোলের কড়া জবাব দিয়েছিলেন শিবপ্রসাদ-ঘরণী। ২০২৪-এ টলিউডের বিগেস্ট হিট ‘বহুরূপী’র নায়ক-পরিচালককে দেব ভক্তরা হুমকি দেওয়ায় শিবপ্রসাদের চিত্রনাট্যকার পত্নী জিনিয়া সেন জানিয়েছিলেন, ‘হাম ঝুঁকেগা নেহি’। তারপরেও চুপ থাকেনি ট্রোলাররা। বরং এরপর জিনিয়া সেনকে ব্যক্তিগত আক্রমণ করা হয়। কুরুচিকর, যৌনগন্ধী মিম তৈরি হয় তাঁকে নিয়ে। এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
তবে ২৪ ঘন্টা যেতে না যেতেই তারকা দম্পতিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর থেকে! তবে কি ট্রোলিং, আর সোশ্যাল মিডিয়া বুলিং-এর খপ্পরে পড়ে দেব ভক্তদের নামে নালিশ ঠুকতে সোজা ভবনী ভবনে হাজির হয়েছিলেন তাঁরা? এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি দুজনে। ফোনেও অধরা শিবপ্রসাদ-জিনিয়া। তবে গোয়েন্দা দফতর থেকে তাঁদের বেরিয়ে আসার ছবি সমাজিক যোগাযোগ মাধ্য়মে ছড়িয়ে পড়েছে।
সোমবার জিনিয়া সেন ফেসবুকের দেওয়ালে লিখেছিলেন, 'ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া জীবনের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা 'পুষ্পা' বলেছিল, হাম ঝুঁকেগা নেহি...'। জিনিয়ার এই পোস্টের কমেন্ট বক্সে পরিচিত অনেকেই তাঁকে সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন।
যদিও দুজনের গোয়েন্দা দফতরে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ দেব-ভক্তদের নামে অভিযোগ জানানোর পাশাপাশি ভবানী ভবন যাওয়ার আরও একটা উদ্দেশ্য থাকতে পারে, চলতি বছর পুজোয় রক্তবীজ ২ নিয়ে হাজির হবে উইন্ডোজ। চলছে সেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সেই ছবির প্রাণভ্রমরা পুলিশ। সেই ছবির চিত্রনাট্যের প্রয়োজনেই কি সৌজন্য সাক্ষাৎ? আপতত সময়ই সেই জবাব দেবে।
প্রসঙ্গত, পুজোয় দেবের ‘টেক্কা’-কে মাত দিয়েছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বহুরূপী'। ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা ছবি বহুরূপীর খাতায় রয়েছে ১৭ কোটি ৯৫ লক্ষ টাকা। খুব শীঘ্রই হয়ত সেই অঙ্ক ছুঁয়ে ফেলবে খাদান। স্টার থিয়েটারে 'খাদান'-এর হল ভিজিটের পর বহুরূপীর দরাজ প্রশংসা করে দেব বলেছিলেন,‘টেক্কা’ ও ‘বহুরূপী’ পুজোয় সাফল্য পেয়েছিল। অবশ্যই ‘বহুরূপী’ অনেক বেশি চলেছিল ‘টেক্কা’র থেকে, সেটা অস্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই। অবশ্যই এটা বিগেস্ট হিট। সেটা কোথাও যেন আমার মনে হয় যে আমাদের ‘খাদান’কে সাহায্য করেছে। দর্শককে বেঁধে রাখার কাজটা সহজ নয়। আমি খুশি যে বাংলা ছবি রমরমিয়ে চলছে।'
এই বছর পুজোতেও খুব সম্ভবত মুখোমুখি লড়াইয়ে নামবেন দেব-শিবপ্রসাদ। কারণ দেবের রঘু ডাকাত আসছে এই পুজোয়, আর সেই সময়ই মুক্তিপাবে রক্তবীজ ২।