কদিন আগেই বলিউডের নামি মুখ দিব্যা খোসলা কুমার সামনে এনেছিলেন কীভাবে ফ্লপ হয়ে যাওয়া সিনেমাতেও প্রভাব খাটিয়ে হাউজফুল ট্যাগ দেওয়া হয়। আর সেই সময় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আলিয়া ভাটে জিগরা। এমনকী, দিব্যা ওরকম দাবি করাতে বেশ রেগে গিয়েছিলেন করণ জোহরও। তবে এবার এই একই চিত্র সামনে আনলেন বাংলার নামি পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
অরিত্রস গ্যান নামে কোনো সোশ্যাল পোস্টের ছবি ব্যবহার করলেন তিনি। যেখানে লেখা ‘বাইরে হাউজফুল বোর্ড আর ভিতরে এই অবস্থা। সিংঘম এগেইন দেখতে এসেছি গাইজ। বলিউড= করপোরেট বুকিং।’ যাতে দেখা গেল, সত্যিই সিনেমা হলের ভিতরে হাতে গোনা কয়েকটি লোক। আর শিবপ্রসাদ এই পোস্টের স্ট্রিনশট শেয়ার করে লিখলেন, ‘Housefull!!’। এখানেই শেষ নয়, তিনি ট্যাগ করলেন রঘুবেন্দর সিং-কে। যিনি প্রাক্তন সাংবাদিক, বর্তমানে সিনেমার প্রযোজক। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ছবির আয় ও ব্যবসা সংক্রান্ত পোস্ট করার জন্য বর্তমানে বিখ্যাত।
আরও পড়ুন: কার্তিকের ভুল ভুলাইয়াতে কি ক্যামিও করেছ শাহরুখের ‘জাওয়ান’ চরিত্র? জানুন
শিবপ্রসাদের এই পোস্টের জবাব একজন প্রশ্ন তুললেন, ‘তাহলে বহুরুপীর শো এত কমিয়ে দেওয়া হল কেন?’ আরেকজন লেখেন, ‘এটা বরাবরই হয়ে আসছে। হিন্দি সিনেমা এল মানেই, বাংলা ছবিকে ঘাড় ধরে টেনে নামানো।’
আরও পড়ুন: বউর জন্মদিনে চুপ! ঐশ্বর্যকে ডিভোর্স নিয়ে অভিষেকের টুইট ছিল, ‘কখন দ্বিতীয় বিয়ে…’
অবশ্য আরেকজন এই পোস্টের যথার্থতা নিয়ে প্রশ্ তুলেছেন, ‘সবসময় উচিত ভিডিয়ো করা। এই ছবিটা দেখে কেউ কী বুঝতে পারবে। এট কখনো প্রমাণ হয় না যে কর্পোরেট বুকিং ছিল। হতেই পারে সব দর্শক হলে এসে উপস্থিত হওয়ার আগে এই ছবি নেওয়া। পরিষ্কার দেখা যাচ্ছে আলো জ্বলছে।’ আরেকজন লিখলেন, ‘এসব বাজে কথা বলে কেন নিজেকে খোরাক বানাচ্ছেন। শো-র ঢের আগে পৌঁছে বা শেষে হল থেকে বেরনোর আগে এরকম ন্যাকা কান্না যে কেউ করতে পারে!’
আরও পড়ুন: রোগা শরীর, ক্যানসারে উঠে গিয়েছে চুল, অটুট মুখের হাসি! দীপাবলিতে সামনে এলেন মিঠু
এর আগেও বহুবার এই অভিযোগ উঠেছে। বলিউডের বড় বাজেটের ছবি এলে, হল মালিকরা সরিয়ে দেন বাংলা সিনেমাকে। বর্তমানে যে দুটি ছবি বাংলার বক্স অফিসে রাজত্ব করছিল, তারা হল বহুরূপী আর টেক্কা। এরমধ্যেই দিওয়ালি আসার পর শো-এর সংখ্যা দুটোর ক্ষেত্রেই অনেকটাই কমিয়ে দেওয়া হয়।