এবারের পুজোয় মুক্তি পেয়েছে বহুরূপী। প্রথম থেকেই সমালোচক, দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ভরে ভরে প্রশংসা দেখা গিয়েছে এই ছবির। আর তার প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসেও। ১০ কোটির গণ্ডি টপকাল বহুরূপী। কোথায় দাঁড়িয়ে টেক্কা এবং শাস্ত্রী?
আরও পড়ুন: 'ভালো চেষ্টা, আর চেষ্টা করবেন না', অঙ্কুশের গান শুনে কানে তালা নেটপাড়ার! মজা করে নিজেই কী লিখলেন অভিনেতা?
বহুরূপী ছবির বক্স অফিস কালেকশন
মুক্তি পাওয়ার পর তিন সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু বক্স অফিসে দাপট এখনও একই রকম বজায় রেখেছে এই ছবি। আর দেখতে দেখতে এটি ১০ কোটি টাকার গণ্ডি টপকে গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি। বর্তমানে বহুরূপী ছবির আয় দাঁড়িয়ে আছে ১০ কোটি ৫০ লাখ টাকায়। অনুমান করা হচ্ছে রবিবারের বাজারে আরও ৯০ লাখ টাকা ঘরে তুলবে এই ছবিটি। ফলে সেই এই ক্ষেত্রে এই সপ্তাহের শেষে এটি ১১ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়াবে। একই সঙ্গে এভাবে যদি এই ছবি দাপট দেখাতে থাকে তাহলে দীপাবলির আগে এই ছবি ১২ কোটির গণ্ডি টপকে যাবে।
টেক্কা ছবিটি বক্স অফিসে আয়ের নিরিখে বহুরূপী ছবিটির থেকে বিশেষ পিছিয়ে নেই। তবে সেটা এখনও ১০ কোটির আশেপাশে পৌঁছতে পারেনি। অন্যদিকে শাস্ত্রী ছবিটি বাকি দুই ছবির আয়ের তুলনায় বেশ পিছিয়ে আছে। যদিও সুরিন্দর ফিল্মসের তরফে ছবির আয়ের কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
বহুরূপী, টেক্কা, শাস্ত্রী ছবি প্রসঙ্গে
প্রসঙ্গত বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী ৩ টি ছবিই গত ৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছে। টেক্কা ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। দুর্দান্ত টুইস্টে ভরা ছবিটি দারুণ নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। শাস্ত্রী ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অভিনয়ে আছেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়। এখানে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াই দেখানো হয়েছে।