বাংলা নিউজ > বায়োস্কোপ > Shiboprosad Mukherjee on Haami 2: চলছে হামি ২, শিশুদের জন্য দুর্ধষ উপহারের কথা ঘোষণা শিবপ্রসাদের

Shiboprosad Mukherjee on Haami 2: চলছে হামি ২, শিশুদের জন্য দুর্ধষ উপহারের কথা ঘোষণা শিবপ্রসাদের

হামি ২-র সাফল্যের পর ছোটদের জন্য বিশেষ ঘোষণা শিবপ্রসাদের

Shiboprosad Mukherjee on Haami 2 success: বক্স অফিসে বেশ ভালোই সাড়া পাচ্ছে হামি ২। ছোটরা রীতিমত লাইন দিয়ে এই ছবি দেখতে আসছে। এবার তাই ওদের জন্য পরিচালক করলেন এক বিশেষ ঘোষণা। কী সেটা? দেখুন।

শীতের ছুটির আগেই বিনোদনের পসরা নিয়ে হাজির হয়ে গিয়েছিল টলিউড। একসঙ্গে তিনটি ছবি মুক্তি পেয়েছিল! কোনটা দেখি, কোনটা ছাড়ি অবস্থা যাকে বলে একেবারে। দেব-মিঠুনের রসায়ন দেখার জন্য ‘প্রজাপতি’ দেখতে হবে, ‘হামি ২’ বাদ দেওয়া যাবে না। এবার ‘ফেলুদা’কেও বা ছাড়ি কীভাবে! ফলে এই করতে গিয়ে অনেকেই যে আমার মতো তিনটি ছবি দেখে ফেলেছেন সেটা জানি। কিন্তু প্রশ্ন হল কোন ছবি বেশি ভালো লাগল?

প্রজাপতির বক্স অফিস কালেকশন বুঝিয়ে দিয়েছে দেব-মিঠুনের জুটি হিট আছে। আর হামি? এত বছর ধরে এখন লাল্টু আর মিতালী, ওরফে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গার্গী রায়চৌধুরীর জুটি এখন পাশের বাড়ির দম্পতি হয়ে উঠেছেন। ফলে এই ছবিও দর্শকদের বেশ মনে ধরেছে। একদিকে যেমন বন্ধুত্ব ছোটদের নজর কেড়েছে, তেমনই আরেকদিকে সমাজের নানান টুকরো ঘটনা বড়দের শিক্ষা দিয়েছে। ফলে সবটা মিলিয়েই এই ছবি সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

এ যেন হামি ২ দেখতে দেখতে দ্বিতীয় সপ্তাহ পার করে ফেলল। দর্শকদের থেকে অভূতপূর্ব সাড়া মিলছে। গত ১৪ দিনে মোট ২ লাখ ২৫ হাজার মানুষ এই ছবি দেখে ফেলেছেন। এই সপ্তাহতেও ৯৮টা সিনেমা হলে ১৬৪টা শোতে দেখানো হচ্ছে এই ছবি। ছবির এমন সাফল্যের পর কী জানালেন পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়? জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে 'লাল্টু বাবু' জানান, 'আমার ধন্যবাদ জানাই দর্শকদের। কিছু জায়গায় তো মানুষ ঠাণ্ডা উপেক্ষা করেও শিশুদের নিয়ে নাইট শো দেখতে আসেন। থিয়েটারের মধ্যে ৮ থেকে ৮০ সকলকে দেখা গিয়েছে। তবে ছোটদের সংখ্যাটাই বেশি ছিল। কারণ ওরা এই ছবির প্রাণকেন্দ্র।'

তিনি আরও জানান এই ছবিতে শিশুরাই অভিনয় করেছে, তারাই গান গেয়েছে। আর এই ছবির বক্স অফিস কালেকশন বুঝিয়ে দিচ্ছে যে শিশুদের জন্য সিনেমার একটি চাহিদা আছে। তাই তিনি জানান যে এখন থেকে প্রতিবছর নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটি একটি করে ছোটদের জন্য ছবি নিয়ে আসবে।

এই দুই পরিচালকের ছবি এখন বাঙালির মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁরা আমাদের সমাজের, রোজকার জীবনের টুকরো ছবি তাঁদের ছবিতে তুলে ধরেন। আর সেই কারণেই দর্শকরাও তাঁদের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। হামি ২ তাই প্রতিবারের মতো ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে গেছে। আর হবে নাই বা কেন ভীষণ কঠিন কথাও যে ছোটরা সহজ করে বলে ফেলে। এমন গভীর কথা যা বড়রা ভাবতে পারে না অনেক সময় সেটাই তাঁদের কথায় ধরা পড়ে। আর সেই কারণেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছোটদের নিয়ে ছবি করতে চান। ফলে দর্শকরাও তাঁদের থেকে এই স্বাদের আরও অনেক ছবি পাওয়ার অপেক্ষায় রইল।

বন্ধ করুন