শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Roy) জুটির হাতে এখন ভরে কাজ। পাল্লা দিয়ে তাঁরা প্রযোজনা, পরিচালনা সামলে চলেছেন। এই মাত্র কদিন আগেই তাঁরা তাঁদের প্রথম থ্রিলার ছবি রক্তবীজ এর শ্যুটিং শেষ করেছেন। তারপর এই শুক্রবার ১২ মে মুক্তি পেল তাঁদের প্রযোজিত ছবি ফাটাফাটি (Fatafati)। আর এরই মধ্যে আবার প্রকাশ্যে আনলেন তাঁদের প্রথম হিন্দি ছবি শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীর অফিসিয়াল পোস্টার।
টলিউডের অন্যতম জনপ্রিয় এই পরিচালক জুটির প্রথম হিন্দি ছবি নিয়ে এখন বিস্তর চর্চা চলছে টলি পাড়ায়। জানা গিয়েছে তাঁদের এই ছবি আদতে পোস্ত ছবিটির হিন্দি ভার্সন। সেই ছবি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। পেয়েছিল বিপুল প্রশংসাও। একদম অন্য ভাবনার একটি গল্প তুলে ধরা হয়েছিল সেই ছবিতে।
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিতে পোস্তর একজন মুখ্য অভিনেতা অর্থাৎ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) থাকছেন। তাঁর সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়াল (Paresh Rawal), নীনা কুলকার্নিকে।
হাতে ভরপুর কাজ নিয়ে এখন দারুণ এক্সাইটেড হয়ে আছেন টলিউডের সবার আদরের ‘শিবু’ ওরফে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি তাঁর এই কাজের বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'অনেক কিছু শিখেছি আমি এই ছবি করতে গিয়ে। এই ছবিতে অনি পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, মনোজ যোশীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁদের থেকে শিখেছি অনেক কিছু। মিমি যেন এই ছবিতে নতুন করে আবিষ্কার করলাম। ওঁর অভিনয় নিয়ে ইতিমধ্যেই মুম্বইয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আমার কাছে এই গোটা বিষয়টা একদম নতুন। প্রতি পদে আমি নতুন করে কিছু না কিছু শিখছি। আমার কাছে এই ছবি যেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার মতো ব্যাপার।'
এই বছরই মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী অভিনীত শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। ২০১৭ সালে মুক্তি পাওয়া পোস্ত ছবিতে মিমির সঙ্গে যিশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী দেখা গিয়েছিল।