কিছুদিন আগে বহুরূপী ছবির সেটে গুরুতর আহত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে শিরদাঁড়ায় চোট পান। আর সেই চোটের আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। তবে এদিন তিনি বাড়ি ফিরলেন বিপদ কাটিয়ে। জানালেন কেমন আছেন এখন। দিলেন স্বাস্থ্যের আপডেট।
কেমন আছেন শিবপ্রসাদ?
এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ। তিনি এতদিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি সেই পোস্টে তাঁদের ধন্যবাদ জানালেন। এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর পোস্টে স্বাস্থ্যের আপডেট দিয়ে লেখেন, 'শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।'
আরও পড়ুন: এক মঞ্চে একসঙ্গে অরিজিৎ - বাদশা, জুটিতে গাইলেন কোন বিখ্যাত গান?
তবে তিনি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনই কাজে যোগ দিতে পারছেন না। থাকতে হবে বেড রেস্টে। তাই আরও কিছুদিন বন্ধ থাকবে বহুরূপীর শ্যুটিং। সেই কথা জানিয়েই তিনি লেখেন, 'আপাতত শ্যুটিং কিছুদিনের জন্য বন্ধ, কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।'
কী হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের?
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটির আমার বস ছবিটি এখনও মুক্তি পায়নি। পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। বরং ভোটের আবহ পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। আর তারই মাঝে নতুন ছবি বহুরূপীর শ্যুটিং শুরু করে দিয়েছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতা। বোলপুরে শ্যুটিং চলছিল সেই ছবির। আর সেখানেই ঘটল বিপত্তি। ৫ এপ্রিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। সেখানেই উঁচু জায়গায় দিয়ে ঝাঁপ দেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য অভিনেতাদের সঙ্গে ধাক্কা লেগে চোট পান শিবপ্রসাদ। পরিচালকের শিরদাঁড়ার এল ওয়ান এবং এল টুতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। গত ৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
আরও পড়ুন: পরীমনির পর কলকাতায় শরিফুল রাজ, প্রাক্তনকে ভুলে ডুবলেন কার চোখে?
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি একটি থ্রিলার হতে চলেছে। এখানে মুখ্য ভূমিকায় আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। ফাটাফাটি ছবির পর আবারও তাঁরা জুটি বেঁধেছেন এই ছবিতে। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা বহুরূপী ছবিটির।