সেজেছেন ভূতের রাজা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে তাঁর ছবির সামনে হাত জোর করে প্রণাম করলেন টলিপাড়ার এই নামী পরিচালক, প্রযোজক ও অভিনেতা। আর ইনি কে? তা ছবি দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই। ইনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
‘ভূতের রাজা’ চরিত্রটি সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি। একথা নতুন করে বলার নেই। তবে নিজের ছবির প্রয়োজনে একবার 'ভূতের রাজা' সাজতে হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও। ২০১৯ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'কণ্ঠ' ছবিটি মুক্তি পেয়েছিল। সেখানে আরজে অর্জুন মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। সেসময়ই ভূতের রাজার সাজে সেজেছিলেন পরিচালক অভিনেতা। খুব সম্ভবত এ ছবিটি তখনই তোলা। সেই ছবিটি শেয়ার করে সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ক্যাপশানে শুধু লিখেছেন, ‘প্রণাম’। তবে তাঁকে এই বেশে দেখে চেনার বিন্দুমাত্র উপায় নেই। তাঁর এই ছবি হঠাৎ দেখলে তাঁকে শিবপ্রসাদ বলে ঠাওর করা বেশ মুশকিল।
আরও পড়ুন-'ডেবিউ ছবিতেই আমি ছিলাম বুড়ো', মাত্র ৩৩-এ হয়েছি হেমার বাবা'! বলছেন অনুপম খের
আরও পড়ুন-'দরজাটা খুললেন মানিক জেঠু', সত্যজিতের জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট প্রসেনজিতের
সত্যজিৎ রায়কে এভাবে শ্রদ্ধা জানানোর ভঙ্গিমা বেশ পছন্দ হয়েছে অনেকেরই। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্টের নিচে অনেকেই প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘অসাধারণ শ্রদ্ধাঞ্জলি’, কারোর কথায়, ‘অসাধারণ শ্রদ্ধা জানাবার ভাষা’, কারোর মন্তব্য, 'আরিব্বাস, ভীষনই সুন্দর এই শ্রদ্ধাপূর্ণ নিবেদন।' কেউ সত্যজিতের ছবির গানের লাইন ধরে লিখেছেন, ‘মহারাজা তোমারে সেলাম, সেই সঙ্গে দাদা আপনাকেও, অনবদ্য শ্রদ্ধাঞ্জলি’। এমনই অনেকেই প্রিয়, কিংবদন্তি পরিচালক, শিল্পীর জন্মবার্ষিকীতে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তবে শুধু শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলার বহু শিল্পীর এদিন সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।