বাংলা নিউজ > বায়োস্কোপ > Shibpur Controversy: পরিচালকই যত নষ্টের গোড়া! শিবপুর বিতর্কে অরিন্দম ভট্টাচার্যের নাম বাদ দিতে চান প্রযোজক অজন্তা

Shibpur Controversy: পরিচালকই যত নষ্টের গোড়া! শিবপুর বিতর্কে অরিন্দম ভট্টাচার্যের নাম বাদ দিতে চান প্রযোজক অজন্তা

সাংবাদিক বৈঠকে প্রযোজক অজন্তা সিংহ রায়

গত ১০ এপ্রিল চারু মার্কেট থানায় অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিচালকের বিরুদ্ধে বলপূর্বক টাকা আদায় ও হুমকির অভিযোগ এনেছিলেন তিনি। অজন্তার কথায়, পুলিশ ডাকলেও অরিন্দম থানায় যাাননি। জ্বর হওয়ার বাহানা দেন।

ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন। সম্প্রতি 'শিবপুর' ছবির প্রযোজকের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গোটা ঘটনায় ইম্পারও দ্বারস্থ হন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগ ছিল প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে। সন্দীপের নাম নাম ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আগেই ইম্পার বৈঠকে জানিয়েছিলেন ছবির আরও এক প্রযোজক অজন্তা সিংহ রায়। এই ঘটনায় অভিনেত্রীর পাশে থাকার কথাও জানিয়েছিলেন তিনি। ফের একবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রযোজক অজন্তা সিংহ রায়।

এদিন সাংবাদিক বৈঠকে অজন্তা সিংহ রায়ের সঙ্গে ছিলেন তাঁর স্বামী কর্ণেল সিংহ রায়, ছবির সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়, অজন্তার আইনজীবী সৌভিক বসু ঠাকুর। অজন্তার দাবি, যাবতীয় ষড়যন্ত্রের মূলে ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অজন্তা গত ১০ এপ্রিল চারু মার্কেট থানায় অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিচালকের বিরুদ্ধে বলপূর্বক টাকা আদায় ও হুমকির অভিযোগ এনেছিলেন তিনি। অজন্তার কথায়, পুলিশ ডাকলেও অরিন্দম থানায় যাাননি। জ্বর হওয়ার বাহানা দেন। 

আরও পড়ুন-'আমার বেড়ে ওঠার সময় বাড়িতে পর্যাপ্ত রান্না হত না, বাগানের ফল খেয়েছি, সঙ্গে মালির মার', অকপট সলমন

আরও পড়ুন-'বাল্মীকি হতে শুধুমাত্র সেই খাবারই খেয়েছি, যেটা কাঁচা খাওয়া যায়। গ্ল্যামারকে মেরে আমায় এক্কেবারে শুকনো হয়েছি', অকপট প্রসেনজিৎ

সোমবারের সাংবাদিক বৈঠকে অজন্তা সিংহ রায় বলেন, প্রথমবার প্রযোজনায় এসেই তাঁরা ভোগান্তির মুখে পড়েছেন। এখন তিনি চান, শিবপুর ছবিটি যেন নির্বিঘ্নে মুক্তি পায়। পরিচালক অরিন্দম ভট্টাচার্য যেন মতুন করে সমস্যা না তৈরি করেন। তাঁর কথায়, ভবিষ্যতে নতুন প্রযোজকদের সঙ্গে এধরনের ঘটনা ঘটলে প্রযোজরা মুখ ফেরাবেন, তাতে আখেরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিই ক্ষতি হবে।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২-এ এই ছবির শ্যুটিং শেষ করেন স্বস্তিকা। চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। 'শিবপুর'-এর যৌথ প্রযোজনা করছেন অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। এই ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি এর আগে এই অভিযোগের বিষয়ে আনন্দবাজারকে জানান, ‘যে কোনও কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনও মন্তব্য করা উচিত নয়।’ তখন কোনও পক্ষের হয়েই মন্তব্য করা থেকে বিরতই ছিলেন পরিচালক অরিন্দম। এদিকে টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালকের ‘প্ররোচনা’-তেই প্রযোজকের বিরুদ্ধে এহেন অভিযোগ করেন স্বস্তিকা। যদিও পুরোটাই রটনো হচ্ছে বলে উড়িয়ে দেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর সাফ কথা ছিল, নেতিবাচক প্রচারে তিনি বিশ্বাসী নন। যদিও গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি স্বস্তিকা মুখোপাধ্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.