শিখর ধাওয়ানের সঙ্গে আয়েশা মুখোপাধ্যায়ের ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর কি আবার নতুন করে নতুন সম্পর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার? কার সঙ্গে এদিন বিমানবন্দরে এলেন? কে এই অজ্ঞাত পরিচয় মহিলা? ভিডিয়ো ভাইরাল হতেই উঠছে হাজারো প্রশ্ন।
আরও পড়ুন : 'আমাদের গান নেওয়া হচ্ছে, কিন্তু গাইতে দেওয়া হচ্ছে না', ভরা মঞ্চেই টাপা টিনি নিয়ে আক্ষেপ উপল - অনিন্দ্যর!
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ক্রিকেটার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। কিন্তু একা নন। তাঁর সঙ্গে আছেন এক মহিলাও। আর সেটাই নজর কেড়েছে নেটিজেনদের। তবে কি পুনরায় নতুন সম্পর্কে জড়ালেন তিনি? উঠছে প্রশ্ন। কিন্তু কে সেই মহিলা সেটা এখনই স্পষ্ট হয়নি।
ইনস্টাগ্রাম ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে শিখর ধাওয়ান নীল টিশার্ট এবং কালো কার্গো প্যান্ট পরে আছেন। সঙ্গে পরে আছেন নীল জ্যাকেট। তিনি পাপারাৎজিদের দেখে এড়িয়ে যাননি মোটেও। বরং পোজ দেন। যদিও সেই মহিলা ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার চেষ্টাই করেছিলেন। শিখরের সঙ্গে এক ফ্রেমে ধরা না দেওয়ার চেষ্টাও করেন। এরপর তাঁরা বিমানবন্দরের মধ্যে ঢুকে যান। তাঁদের সঙ্গে এদিন আরও দুই ব্যক্তি ছিলেন।
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন তুলেছেন সেই মেয়েটি কে সেটা জানতে চেয়ে। এক ব্যক্তি লেখেন, 'মেয়েটা কে ?' আরেকজন লেখেন, 'বাহ! দুজনকে বেশ মানিয়েছে একসঙ্গে ।'
আরও পড়ুন : গান গাইতে গাইতেই ধপাস! মেলবোর্নে কনসার্টে স্টেজে পড়ে গিয়েও মশকরা কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের
শিখর ধাওয়ানের আগের সম্পর্ক
২০২৩ সালের অক্টোবর মাসে প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের থেকে বিচ্ছেদ পান শিখর ধাওয়ান । তাঁদের একটি ছেলেও আছে, জোরাওয়ার। তাঁরা ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।