২৩ অগস্ট ছিল কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের জন্মবার্ষিকী। এটি তাঁর ৫৬ তম জন্মবার্ষিকী ছিল। আর তাঁর এই বিশেষ দিনে তাঁকে স্মরণ করে তাঁরই একটি গান গাইলেন শিল্পা রাও। দিলেন এক বিশেষ বার্তাও।
আরও পড়ুন: ভাইরাল পোস্টই সত্যি! 'বিচার না পেলে মাটি দেবে না সোনাগাছি' জানালেন দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্কর
আরও পড়ুন: 'বুদ্ধ' স্মরণ নয়, এ যেন আরও এক প্রতিবাদী জমায়েত! নেতাজি ইনডোর ভাসল 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে
কেকে-র জন্মবার্ষিকীতে কী জানালেন শিল্পা?
এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি ভিডিয়ো পোস্ট করেন শিল্পা রাও। সেখানেই তাঁকে কেকে- কে উদ্দেশ্য করে একটি গান গাইতে দেখা যায়। তিনি গায়ক এবং তাঁর গাওয়া বাঁচনা অ্যায় হাসিনো ছবির খুদা জানে গানটি গান বন্ধুকে উৎসর্গ করে। একই সঙ্গে এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন কেকে। আমরা তোমায় খুব মিস করি।'
কে কী বলছেন?
তাঁর এই পোস্টে অনেকেই মতামত জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন তাঁরাও কেকে- কে খুবই মিস করেন। তাঁর এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারেন না বলেও জানান অনেকেই। কেউ আবার লেখেন, 'ইয়ারো দোস্তির মতো গান আর কেউ বানাবে না।'
প্রসঙ্গত ২০২২ সালের ৩১ মে কলকাতায় একটি শো করতে এসে অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর সেদিন তিনি প্রয়াত হন। তবে মৃত্যুতে গভীর ভাবে শোকাহত হয়েছিল তাঁর ভক্তরা। তিনি হিন্দি, তামিল, তেলেগু, ইত্যাদি ভাষায় বহু গান গেয়েছেন। ইয়ারো দোস্তি, তড়প তড়প কে ইস দিল, আখো মে তেরি, ইত্যাদির মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।