মুক্তি পেল ‘হাঙ্গামা ২’ এর প্রথম গান ‘চুরাকে দিল মেরা ২.০’। ১৩ বছর পর বড় পর্দায় ধরা দেবেন শিল্পা শেট্টি। মিজানের সঙ্গে ধরা দেবেন নব্বইয়ের দশকের পুরনো স্মৃতি নিয়ে।
প্রায় ১৩ বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন শিল্পা শেট্টি। সৌজন্যে প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা ২’। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে(Disney+ Hotstar) ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। শিল্পা ফিরে এসেছে তাঁর আইকনিক গান ‘চুরাকে দিল মেরা’ নিয়ে। মুক্তি পেল ‘চুরাকে দিল মেরা ২.০’ ভার্সন।
‘চুরাকে দিল মেরা ২.০’ গানে শিল্পার পাশাপাশি দেখা গেছে মিজান জাফরিকে। নতুন ভার্সনে দুজনকে মূল কোরিওগ্রাফির মতোই সিগনেচার মুভসে ঠুমকা লাগাতে দেখা গেছে। নব্বইয়ের দশকে অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি অভিনীত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ (১৯৯৪) ছবির গান। নব্বইয়ের দশকের গান ‘চুরাকে দিল মেরা গোরিয়া চালি’র রিমিক্স ভার্সন এই গান। দেখুন ‘চুরাকে দিল মেরা ২.০’-
গান সম্পর্কে আগেই টুইট করে জানিয়েছিলেন শিল্পা। টুইটে গানের ঝলকও প্রকাশ করেছিলেন। বুধবার সকাল ১১.১১-তে গানের নতুন ভার্সনের মুক্তির কথা সোমবারই টুইট করে জানিয়েছিলেন শিল্পা শেট্টি।
After a looonnggg wait, but at last... Presenting the teaser of #ChuraKeDilMera 2.0😍💃🏻 Full song out tomorrow @ 11.11 am!#Hungama2
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) July 5, 2021
'হাঙ্গামা ২' দিয়ে প্রায় ১৩ বছর পর অভিনয়ে কামব্যাক করছেন শিল্পা শেট্টি। ছবিতে আরো অভিনয় করছেন রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া এবং অন্যান্যরা। ২৩ জুলাই Disney+ Hotstar-এ মুক্তি পাবে এই কমেডি সিক্যুয়াল।