শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার সম্পত্তি বিগত কয়েক মাস ধরেই ইডির নজরদারিতে ছিল। এরপর কিছু মাস আগেই তাঁদের প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিল্পাদের বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। বিটকয়েন ফ্রড কেসের সঙ্গে যোগ আছে অনুমান করেই তাঁদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে জনগণের থেকে রাজ কুন্দ্রা আরও অনেকের সঙ্গে মিলে প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা তুলেছিল যা ফেরত দেয়নি। এসব কান্ডের মধ্যেই রাজ নতুন একটি স্পোর্টস কারের টেস্ট ড্রাইভে করলেন।
আরও পড়ুন: ছেলের এক বছর পূর্ণ হতেই আদুরে ছবি পোস্ট ইলিয়ানার! শুভেচ্ছা জানিয়ে লিখলেন 'ঠিক এক বছর আগেই...'
নতুন স্পোর্টস কারের টেস্ট ড্রাইভে শিল্পা-রাজ
রাজ কুন্দ্রাকে সম্প্রতি সবুজ রঙের একটি নতুন স্পোর্টস গাড়ির টেস্ট ড্রাইভ নিতে দেখা গেল। এই গাড়ির দাম প্রায় ৩ কোটি টাকা। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়োতেই দেখা গিয়েছে শিল্পা এবং রাজের জুহুর বাড়িতে গাড়িটি ঢুকছে এবং তারপর ছেলে ভিয়ানকে সঙ্গে নিয়ে সেই গাড়ি করে টেস্ট ড্রাইভে যাচ্ছেন রাজ।
প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ এর আওতায় রাজের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এত দামী স্পোর্টস কারের টেস্ট ড্রাইভ নিয়ে দেখে সকলেই বেশ অবাক হয়েছেন। যদিও এই বিষয়ে বলে রাখা ভালো, ওই বিটকয়েন জালিয়াতির কেসে রাজ বা শিল্পার নামে সরাসরি কোনও কেস করা হয়নি।