বাংলা নিউজ > বায়োস্কোপ > পুলিশের সামনেই রাজের সঙ্গে তুমুল ঝগড়া,জেরায় কান্নায় ভেঙে পড়েন শিল্পা: সূত্র

পুলিশের সামনেই রাজের সঙ্গে তুমুল ঝগড়া,জেরায় কান্নায় ভেঙে পড়েন শিল্পা: সূত্র

রাজ-শিল্পা

প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয় শিল্পা শেট্টিকে। ক্রাইম ব্রাইঞ্চ রেইড করে রাজ-শিল্পার জুহুর বিলাসবহুল বাংলো।

রাজ কুন্দ্রা গ্রেফতারি ও পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী তথা রাজ-পত্নী শিল্পা শেট্টিকে জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সংবাদ সংস্থা এএনআইকে পূলিশ সূত্র জানিয়েছে, জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন শিল্পা। রাজ কুন্দ্রার ব্যবসার সঙ্গে শিল্পা যুক্তি কিনা সেই বিষয় অভিনেত্রীর সাফ কথা, এই বিষয়ে কিছু জানতেন না তিনি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নকাণ্ডে গত ১৯ জুলাই রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গত ২৩ জুলাই এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। এরপর ২৭ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়। তিনি ‘হটশটস’ (Hotshots) নামে একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিয়ো তৈরি এবং স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ। 

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেইড করা হয় রাজ-শিল্পার জুহুর বিলাসবহুল বাংলো। সূত্রের খবর, ‘জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। রাজ এবং শিল্পার মধ্যে খুব বড় বাকবিতণ্ডা হয় সেই সময়। শিল্পা চিৎকার করে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতীয় কাজ করার প্রয়োজন কী এবং তিনি কেন এসব করেছেন। অভিনেত্রীকে শান্ত করার জন্য অপরাধ দমন শাখাকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল’। সূত্রের খবর, কান্নায় ভেঙে পড়ে শিল্পা ক্রাইম বাঞ্চ টিমকে জানিয়েছেন, রাজের অ্যাপের এই বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানতেন না।

সূত্র জানিয়েছে, শিল্পা রাজের মুখোমুখি হয়ে তাঁকে বলেন, এই কর্মের ফলে শুধুমাত্র পরিবারের নামই নষ্ট করেনি, পাশাপাশি অনুমোদনের বাতিল এবং আর্থিক ক্ষয়ক্ষতিও করছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ‘শিল্পা রাজকে প্রশ্ন করেন, সমাজে তাঁদের একটা নাম রয়েছে। এরপরেও এই জাতীয় কাজ করার কী কোনও দরকার ছিল?’

সূত্র মারফত, মার্চে পর্নকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন নিজের গ্রেফতারির আঁচ পেয়ে যান রাজ। তাঁদের কথায়, ‘মার্চেই নিজের ফোন চেঞ্জ করেন রাজ। তাঁর ফোন থেকে সমস্ত তথ্য মেলেনি। যখন ক্রাইম ব্রাঞ্চের কর্তারা তাঁর কাছে পুরনো ফোনের খোঁজ করেন, তিনি জানিয়েছেন সেটাকে ফেলে দিয়েছেন। পুলিশের বিশ্বাস পুরানো ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে এবং সেটার অনুসন্ধান চলছে’।

অপরাধ শাখা কর্তৃক নিযুক্ত একজন আর্থিক অডিটর রাজ ও শিল্পার আর্থিক তহবিলের দিকটি তদন্ত করছে। সূত্রের খবর, ‘তদন্তে উঠে এসেছে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার যৌথ অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ ‘হটশটস’ এবং ‘বলি ফেম’ অ্যাপ থেকে উপার্জন টাকা এই অ্যাকাউন্টে আসত’।

পর্নকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে রাজ কুন্দ্রার নাম দিয়েছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারা (চিটিং), ৩৪ (স্বপ্রণোদিত), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা রুজু করা হয়েছে। আইটি আইন এবং ইনডেন্ট রিপ্রেজেন্টেশন অব উইমেন (নিষিদ্ধ) আইনের অধীনেও অভিযুক্ত তিনি। আর রাজের ফের শুনানি রয়েছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.