বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty at her restuarant: বড়দিনের আগেই ক্রিসমাস-সাজে শিল্পা শেঠি, কী পোস্ট করলেন ইনস্টাগ্রামে

Shilpa Shetty at her restuarant: বড়দিনের আগেই ক্রিসমাস-সাজে শিল্পা শেঠি, কী পোস্ট করলেন ইনস্টাগ্রামে

বড়দিনের আগেই কোন রূপে কোথায় ধরা দিলেন শিল্পা শেঠি?

Shilpa Shetty at her restuarant: বড়দিন এসে গেল। নিজের রেস্তরাঁ কীভাবে সাজাচ্ছেন শিল্পা শেঠি? ছবি, ভিডিয়ো শেয়ার করলেন নিজেই। ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন অভিনেত্রী?

সামনেই বড়দিন আর সেই বিশেষ দিনের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন অভিনেত্রী শিল্পা শেঠি? নিজেই ভিডিয়ো পোস্ট করে বড়দিনের প্রস্তুতি কেমন ছিল তাঁর সেটা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। মুম্বাইয়ের শিল্পা শেঠির যে রেস্তরাঁ আছে, বস্তিয়া সেখানকার কিছু ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই পোস্টের মাধ্যমে। তিনি দেখালেন এই রেস্তরাঁকে তিনি কীভাবে ক্রিসমাস ট্রি, রংবেরঙের বল, ফেয়ারি লাইট, ইত্যাদি দিয়ে সাজিয়েছেন। ছবিগুলো দেখে মনে হচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই।

ভিডিয়োতে অভিনেত্রীকে একটি কমলা রঙের ব্যাকলেস পোশাক পরে থাকতে দেখা যায়। সঙ্গে সাদা হাতা ছিল জামাটার। এই ভিডিয়োর শুরুতে তিনি দেখান যে কীভাবে তিনি তাঁর রেস্তরাঁর গেটটিকে সাজিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের আলো, ক্রিসমাস বল দেখা যায়। তিনি এই ভিডিয়োতে বলেন, 'এই মরশুমে আপনি যদি আপনার খাবার এনজয় করতে চান তাহলে বস্তিয়া হচ্ছে সেই জায়গা।' এরপর তাঁকে ক্রিসমাস ট্রি, সহ বিভিন্ন ধরনের সাজানো জিনিস দেখান, সেগুলোর সঙ্গে ছবি তোলেন। এরপর সবার শেষে তিনি তাঁর রেস্তরাঁর কর্মীদের সঙ্গে আলাপ করান, একই সঙ্গে সেখানে উপস্থিত সমস্ত অতিথিদের দেখান এই ভিডিয়োতে। তাঁরা সকলেই তখন খাবার খেতে ব্যস্ত ছিলেন। তাঁকে দারুন হেসে পোজ দিতে দেখা যায়।

এই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'এটাই মরশুম ভালো ভালো খাবার খাওয়ার, মজা করার।' একই সঙ্গে তিনি লেখেন, 'ক্রিসমাসের আলো জ্বলে উঠেছে, তোমার জীবনকেও ক্রিসমাসের আলোয় সাজিয়ে তোলো। সঙ্গে দারুন দারুন খাবার খাও। এই মাসে আমাদের এই রেস্তরাঁ থেকে ঘুরে যাও, আর সোজাসুজি সান্তার সঙ্গে দেখা করার সুযোগ পাও। পাবে উপহারও।'

এই ভিডিয়োতে রিঅ্যাক্ট করে তাঁর একটা ভক্ত লেখেন, 'শুভ বড়দিন। আগাম শুভেচ্ছা জানালাম।' আরেকজন লেখেন, 'বাহ ম্যাডাম, দারুন।' অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেন।

শিল্পা শেঠিকে শেষবার নিকম্মা ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিমন্যু দাসানি, শিরলে সেটিয়াও ছিলেন। তাঁকে রোহিত শেঠির আগামী এবং প্রথম ওয়েব সিরিজ পুলিশ ফোর্সে দেখা যেতে চলেছে।

বায়োস্কোপ খবর

Latest News

রান্নাঘর থেকে বাদ পড়ে অভিমানী সুদীপা, দায়িত্ব নিয়েই কনীনিকা বললেন.... ৪০০ মধ্যে ভারতকে গুটিয়ে দেবে বাংলাদেশ- দ্বিতীয় দিনের আগে মাহমুদ হাসানের হুঙ্কার কাউন্টিতে ফের ৯ উইকেট যুজি চাহালের, দুই ম্যাচে শিকার ১৮, নজর কাড়লেন উনাদকাটও ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.