সামনেই বড়দিন আর সেই বিশেষ দিনের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন অভিনেত্রী শিল্পা শেঠি? নিজেই ভিডিয়ো পোস্ট করে বড়দিনের প্রস্তুতি কেমন ছিল তাঁর সেটা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। মুম্বাইয়ের শিল্পা শেঠির যে রেস্তরাঁ আছে, বস্তিয়া সেখানকার কিছু ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই পোস্টের মাধ্যমে। তিনি দেখালেন এই রেস্তরাঁকে তিনি কীভাবে ক্রিসমাস ট্রি, রংবেরঙের বল, ফেয়ারি লাইট, ইত্যাদি দিয়ে সাজিয়েছেন। ছবিগুলো দেখে মনে হচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই।
ভিডিয়োতে অভিনেত্রীকে একটি কমলা রঙের ব্যাকলেস পোশাক পরে থাকতে দেখা যায়। সঙ্গে সাদা হাতা ছিল জামাটার। এই ভিডিয়োর শুরুতে তিনি দেখান যে কীভাবে তিনি তাঁর রেস্তরাঁর গেটটিকে সাজিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের আলো, ক্রিসমাস বল দেখা যায়। তিনি এই ভিডিয়োতে বলেন, 'এই মরশুমে আপনি যদি আপনার খাবার এনজয় করতে চান তাহলে বস্তিয়া হচ্ছে সেই জায়গা।' এরপর তাঁকে ক্রিসমাস ট্রি, সহ বিভিন্ন ধরনের সাজানো জিনিস দেখান, সেগুলোর সঙ্গে ছবি তোলেন। এরপর সবার শেষে তিনি তাঁর রেস্তরাঁর কর্মীদের সঙ্গে আলাপ করান, একই সঙ্গে সেখানে উপস্থিত সমস্ত অতিথিদের দেখান এই ভিডিয়োতে। তাঁরা সকলেই তখন খাবার খেতে ব্যস্ত ছিলেন। তাঁকে দারুন হেসে পোজ দিতে দেখা যায়।
এই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'এটাই মরশুম ভালো ভালো খাবার খাওয়ার, মজা করার।' একই সঙ্গে তিনি লেখেন, 'ক্রিসমাসের আলো জ্বলে উঠেছে, তোমার জীবনকেও ক্রিসমাসের আলোয় সাজিয়ে তোলো। সঙ্গে দারুন দারুন খাবার খাও। এই মাসে আমাদের এই রেস্তরাঁ থেকে ঘুরে যাও, আর সোজাসুজি সান্তার সঙ্গে দেখা করার সুযোগ পাও। পাবে উপহারও।'
এই ভিডিয়োতে রিঅ্যাক্ট করে তাঁর একটা ভক্ত লেখেন, 'শুভ বড়দিন। আগাম শুভেচ্ছা জানালাম।' আরেকজন লেখেন, 'বাহ ম্যাডাম, দারুন।' অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেন।
শিল্পা শেঠিকে শেষবার নিকম্মা ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিমন্যু দাসানি, শিরলে সেটিয়াও ছিলেন। তাঁকে রোহিত শেঠির আগামী এবং প্রথম ওয়েব সিরিজ পুলিশ ফোর্সে দেখা যেতে চলেছে।