ইনস্টাগ্রামে নতুন ভিডিয়ো শেয়ার করে নিজের ফিটনেস প্রদর্শন করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। এই চ্যালেঞ্জে বিশেষ করে একজনের বাইসেপ এবং কব্জির শক্তি পরীক্ষা করা যায়। কীভাবে এই চ্যালেঞ্জ কার্যকর করবেন, সেই বিষয়ও ভিডিয়োতে প্রদর্শন করেছেন শিল্পা।
ভিডিয়ো শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘SSKsFitness Challenge: বাইসেপ-এবং কব্জির গতিশীলতা! এই ভাবে বাইসেপ এবং কব্জির শক্তি প্রদর্শন করুন। @clubrpm এটা করতে পারেনি (কারণ সাধারণত পুরুষরা যারা ওজন-প্রশিক্ষণে থাকে তাঁদের পক্ষে এটা করা কঠিন হতে পারে।) দেখুন আপনি এমনটা করতে পারেন কিনা'! আরও পড়ুন: রাস্তা থেকে পোড়া সিগারেট কুড়িয়ে ড্রেস বানালেন উরফি, ছবি না দেখলে বড় মিস
ভিডিয়োতে রীতিমতো কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছেন শিল্পা। অভিনেত্রী তাঁর এক বন্ধুকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে বলেন। যদিও শিল্পার সেই বন্ধু এই বিশেষ চ্যালেঞ্জ নিতে সক্ষম হননি। আপনি কি মনে হয় আপনি এটা করতে পারবেন?
ফিটনেস চ্যালেঞ্জটি এখানে দেখুন এবং নিজে চেষ্টা করে দেখুন:
নেটদুনিয়ায় শিল্পার শেয়ার করা এই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে। নেটিজেনরা কমেন্টে নানা মতামত প্রকাশ করেছেন। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে এক নেটিজেনের মন্তব্য, ‘একটু ব্য়থা পেয়েছি, তবে করতে পেরেছি’। কেউ লিখেছেন, ‘করেছি এবং আমি এটা করতে পারি’। কারও মন্তব্য, ‘চেষ্টা করে দেখব'। অপর এক নেটিজেন লিখেছেন, ‘দুর্দান্ত’। কেউ লিখেছেন, ‘রোজ করি’।