‘সুপার ডান্সার ৪’-র বিচারকের আসনে রয়েছেন শিল্পা কোরিওগ্রাফার গীতা কাপুর ও পরিচালক অনুরাগ বসুর সঙ্গে। তিন বিচারকের কেমিস্ট্রি এমনিতেই বড়ই মনে ধরে দর্শকদের। তবে, সেই তালমিল কাটে যখন শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে হঠাৎই গ্রেফতার করা হয় পর্ন ছবি তৈরির অভিযোগে। বহু বছর পর ‘হাঙ্গামা’ দিয়ে বলিউডে কামব্যাক করছিলেন শিল্পা। সেই ছবি মুক্তির আগেই তেমনটা ঘটে। সপ্তাহখানেক নিজেকে সকলের থেকে সরিয়ে নেন। এমনকী, যাননি সুপার ডান্সারের সেটেও। যদিও গত সপ্তাহে তাঁকে ফের দেখা গিয়েছে। তবে শোনা যাচ্ছে, কামব্যাকের আগে নির্মাতাদের কাছে স্পষ্ট ভাষায় শর্ত রেখেছেন রাজ-পত্নী।
কী সেই শর্ত? সূত্রের খবর, শিল্পা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তাঁকে বিতর্কিত কোনও প্রশ্ন করা যাবে না। এমনকী, তোলা যাবে রাজ কুন্দ্রার নামও। কোনওভাবেই যাতে তাঁর পরিবারের কথা সেটে না ওঠে, সে ব্যাপারেও নাকি সকলকে সতর্ক করা হয়েছে। আর তারপর থেকে বেশ সাবধানেই কথা বলতে হচ্ছে সকলকে। এমনকী, সর্বদা হাসিখুশি থাকা শিল্পাও নাকি সেরকম মন খুলে আর কথা বলছেন না কারও সঙ্গে।
‘সুপার ডান্সার ৪’-র বিচারকের আসনে রয়েছেন শিল্পা কোরিওগ্রাফার গীতা কাপুর ও পরিচালক অনুরাগ বসুর সঙ্গে। তিন বিচারকের কেমিস্ট্রি এমনিতেই বড়ই মনে ধরে দর্শকদের। তবে, সেই তালমিল কাটে যখন শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে হঠাৎই গ্রেফতার করা হয় পর্ন ছবি তৈরির অভিযোগে। বহু বছর পর ‘হাঙ্গামা’ দিয়ে বলিউডে কামব্যাক করছিলেন শিল্পা। সেই ছবি মুক্তির আগেই তেমনটা ঘটে। সপ্তাহখানেক নিজেকে সকলের থেকে সরিয়ে নেন। এমনকী, যাননি সুপার ডান্সারের সেটেও। যদিও গত সপ্তাহে তাঁকে ফের দেখা গিয়েছে। তবে শোনা যাচ্ছে, কামব্যাকের আগে নির্মাতাদের কাছে স্পষ্ট ভাষায় শর্ত রেখেছেন রাজ-পত্নী।
কী সেই শর্ত? সূত্রের খবর, শিল্পা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তাঁকে বিতর্কিত কোনও প্রশ্ন করা যাবে না। এমনকী, তোলা যাবে রাজ কুন্দ্রার নামও। কোনওভাবেই যাতে তাঁর পরিবারের কথা সেটে না ওঠে, সে ব্যাপারেও নাকি সকলকে সতর্ক করা হয়েছে। আর তারপর থেকে বেশ সাবধানেই কথা বলতে হচ্ছে সকলকে। এমনকী, সর্বদা হাসিখুশি থাকা শিল্পাও নাকি সেরকম মন খুলে আর কথা বলছেন না কারও সঙ্গে। |#+|
যদিও ‘সুপার ডান্সার’-এর সেটে ফেরার দিনকেই আবেগে ভেসেছিলেন নিজেই। সবার উষ্ণ অভ্যর্থনা চোখে জল এনে দিয়েছিল শিল্পার। সঙ্গে, সেটের সবাই তাঁকে সামলেছিলেন। জানিয়েছিলেন কয়েক সপ্তাহ ঠিক কতটা মিস করেছিলেন তাঁরা প্রিয় শিল্পাকে। অভিনেত্রীর অবর্তমানে বিচারকের কুর্সি সামলেছেন করিশ্মা কাপুর, রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা, সোনালি বেন্দ্রে-র মতো তারকারা।