দেখতে দেখতে আরও একটি নতুন বছর শুরু হয়ে গেল। পুরনো বছরের সমস্ত কষ্ট দুঃখ ভুলে মানুষ এই দিনটিতে আবার নতুন করে আশায় বুক বাঁধে। সাধারণ মধ্যবিত্ত মানুষ হোক বা বড় সেলিব্রিটি, প্রত্যেকটি মানুষের কাছে নিউ ইয়ারের এই প্রথম দিনটি ভীষণ ভীষণ স্পেশাল। ৩১ ডিসেম্বর রাত থেকে শুরু হয়ে যায় কাউন্ট ডাউন, পিকনিক হইহুল্লোড়, পার্টির আনন্দের মধ্যে দিয়ে সকলে করেন বর্ষবরণ।
ইতিমধ্যেই বহু সেলেব্রিটি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন কেউ আবার বাড়িতেই কেক কেটে নববর্ষের এই দিনটি উদযাপন করেছেন। তবে শিল্পা শেট্টির পরিবারকে দেখা গেল একেবারে ইউনিকভাবে বর্ষবরণ করতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ মজার ভঙ্গিতে সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন এই পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: শোভনের আদরে বুঁদ সোহিনী! 'কিছু মাসের মধ্যেই বুঝতে পারবেন', ছবি প্রকাশ্যে আসতেই খোঁচা নেটিজেনদের
আরও পড়ুন: নতুন বছরে প্রেমে সিলমোহর! রাঙামতির নায়ককে মন দিয়েছেন ফুলকির খলনায়িকা আয়েন্দ্রী
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সকলকে নিয়ে বসে রয়েছেন শিল্পা শেট্টি। একেবারেই পেছনে দাঁড়িয়ে রয়েছেন রাজ কুন্দ্রা। ছোট থেকে বড় সকলকেই দেখা গেছে এই ভিডিয়োয়। প্রথমে সকলকে দুঃখী দুঃখী মুখ করে পোজ দিতে দেখা যায়। তারপর যেই ‘হাই’ কথাটি শোনা যায় তখন সকলে হাত তুলে ঠিক একই ভঙ্গিতে সামনের দিকে তাকান।
জাস্ট এক সেকেন্ড পরেই শুরু হয়ে যায় মিউজিক এবং সকলেই হাত পা তুলে মজাদার ভঙ্গিতে আনন্দ করতে থাকেন। তবে সব থেকে আকর্ষণীয় ব্যাপারটি হল একেবারে শেষে শিল্পার ছেলে বিহানের অসাধারণ ফ্লিপ এন্ট্রি। ফ্লিপ করেই সকলের সামনে মাটিতে শুয়ে পড়ে বিহান। এইভাবেই শেষ হয়ে যায় ভিডিয়ো।
আরও পড়ুন: বক্স অফিসে ১০ কোটির গণ্ডি পার, পরিচালককে পাশে নিয়ে অবশেষে বড় পর্দায় 'খাদান'-দর্শন দেবের!
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই তাপসী-ম্যাথিয়াস দিলেন বড় চমক! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়
শিল্পার এই ভিডিয়োটি দেখে বেশ বোঝাই যাচ্ছে, ২০২৪ সালের সমস্ত সমস্যাকে পেছনে ফেলে ২০২৫ সালে নতুন ভাবে জীবন শুরু করতে একেবারে রেডি কুন্দ্রা পরিবার। ২০২১ সালে রাজ কুন্দ্রার সাজা হওয়ার পর থেকে বিগত কয়েকটি বছর ভীষণ খারাপ কেটেছিল কুন্দ্রা পরিবারের মানুষের। সবকিছু ভুলে, তাই আগামী দিনে নতুনভাবে বাঁচার চেষ্টা করছেন সকলে। এই ভিডিয়োই তার প্রমান।