পর্নোগ্রাফি মামলায় ফের বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি। ফের একবার শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।প্রসঙ্গত, চলতি বছরেই রাজের প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।
শিল্পা শেট্টির আইনজীবী কী জানিয়েছেন?
শিল্পা শেট্টির আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে আমার মক্কেল শিল্পা শেট্টি কুন্দ্রার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছে। এই প্রতিবেদনগুলি সত্য নয় এবং বিভ্রান্তিকর। শ্রীমতী শিল্পা শেট্টি কুন্দ্রার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনও অভিযান চালায়নি। কারণ কোনও অপরাধের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। সত্য প্রকাশ্যে আসার জন্য তিনি তদন্তে সহযোগিতা করছেন। এই খবর বের করার জন্য সংবাদমাধ্যমকে শিল্পার ছবি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছেন অভিনেত্রীর আইনজীবী। তাঁর দাবি, যেহেতু এই মামলার সঙ্গে শিল্পার কোনও সম্পর্ক নেই, তাই যাতে অভিনেত্রীর ছবি বা ভিডিয়ো ব্যবহার না করা হয় সেই অনুরোধ করা হচ্ছে।
সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, পর্নোগ্রাফিক ও অ্যাডাল্ট সিনেমা বণ্টনের অভিযোগে এবং আর্থিক তছরুপের মামলায় শুক্রবার অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
সূত্রের খবর, এই মামলায় মুম্বইয়ের প্রায় ১৫টি জায়গা এবং উত্তরপ্রদেশের কয়েকটি শহরে তল্লাশি চালানো হয়েছে। যার মধ্যে ৪৯ বছর বয়সী রাজ কুন্দ্রার বাড়ি ও অফিস এবং আরও কিছু জায়গা রয়েছে। এবিষয়ে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন-‘রাজার অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে!’ হঠাৎ কেন এমন বলছেন মধুবনী! কী আবার ঘটল?
২০২২ সালের মে মাসের এই আর্থিক তছরুপ মামলাটি রাজ কুন্দ্রা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে কমপক্ষে দুটি মামলা দায়ের করে মুম্বই পুলিশ। চার্জশিটও জমা দেওয়া হয়। এই মামলায় এক ব্যবসায়ী সহ আরও কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছিল, পরে জামিন মঞ্জুর করে। এটি রাজ কুন্দ্রার বিরুদ্ধে আর্থিক তছরুপের দ্বিতীয় মামলা। চলতি বছরের গোড়ায় ক্রিপ্টোকারেন্সি মামলায় রাজ কুন্দ্রা ও শেট্টির ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। যদিও ইডির সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় বম্বে হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছেন তারকা দম্পতি।
তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তরা অশ্লীল বিষয়বস্তু আপলোড এবং স্ট্রিমিংয়ের জন্য 'হটশটস' নামে একটি অ্যাপটি ব্যবহার করত। যদিও রাজ কুন্দ্রা দাবি করেছিলেন, সন্দেহজনক পর্ন কনটেন্ট তৈরিতে তাঁর 'সক্রিয়ভাবে' জড়িত থাকার কোনও প্রমাণ নেই। রাজের দাবি ছিল, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। এমনকি এফআইআর-এ তাঁর নামও ছিল না এবং মামলায় পুলিশ তাঁর নাম জোর করে ঢুকিয়েছে।