মেয়ের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। মেয়ে সামিশার বয়স মাত্র ৯ মাস। তাঁর মধ্যেই ক্যামেরাফ্রেন্ডলি হতে দেখা গেলো সামিশাকে। ৪৫ বছর বয়সে ফের মা হয়েছেন এক সময় বি-টাউন কাঁপানো অভিনেত্রী শিল্পা শেট্টি। ছবিতে অভিনেত্রীকে পোজ দিতে দেখা গেলেও খুদে সামিশাকে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ধরা পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের ছবি পোস্ট হতেই তাতে নেটিজেনরা কমেন্টে প্রশংসায় ভরিয়ে দেন।
৪৫ বছরে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। তাঁর বড় সন্তানের নাম বিহান রাজ। মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা সম্পর্কে নেহা ধুপিয়াকে একটি ইন্টারভিউতে শিল্পা জানিয়েছিলেন, প্রথম বার মা হওয়ার সময় মাতৃত্ব সম্পর্কে তাঁর বিশেষ কোনও ধারণা ছিলনা। বিহান হওয়ার সময় তাঁর সব অভিজ্ঞতাই প্রথম বার ছিল। তাতে তাঁর একটু অসুবিধে হচ্ছিল বটে তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যান এবং বিষয়গুলো অনেকটাই সোজা হয়ে গেছে তাঁর কাছে। ৪৫ বছরে তিনি আবার মা হওয়া, তাঁর মনে সাহস যুগিয়েছে। তাঁর যখন ৫০ বছর হবে তখন তাঁর সন্তানের বয়স হবে ৫ বছর, এমনই কথা শোনা যায় অভিনেত্রীর মুখে।
সামিশার জন্মের পরই সামাজিক মাধ্যমে তাঁর সম্পর্কে পোস্ট করে জানান শিল্পা শেট্টি। তাঁর বাড়িতে ছোট পরী এসেছে। এরপরই তিনি সামিশার নামের মানে জানান। ‘সা’ সংস্কৃত শব্দ, মানে-‘আছে’। ‘মিশা’ রাশিয়ান শব্দ, মানে- ‘ভগবানের মতো কেউ’। নামটি ব্যক্ত করে তিনি জানান- আমাদের ভগবান লক্ষ্মী, আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে।
প্রায় ১৩ বছরের লম্বা একটা গ্যাপের পর ফের অভিনয় জগতে কাম ব্যাক করছেন শিল্পা। অভিমণ্যু দাসানি ও শিরলে সেটিয়া পাশাপাশি শিল্পাকে সাব্বির খানের ‘নিকাম্মা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও প্রিয়দর্শণের কমেডি সিনেমা ‘হাঙ্গামা ২’-তে দেখা যেতে পারে অভিনেত্রীকে।