শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার ছেলে ভিয়ান মাত্র ১০ বছরেই শুরু করলেন ব্যবসা, তাও আবার কাস্টমাইজড স্নিকার্সের। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো শেয়ার করে ঘোষণা করলেন ছেলের স্টার্টআপ আইডিয়া। সঙ্গে ভিয়ানের মায়ের জন্য বানিয়ে দেওয়া একটা কাস্টমাইজড স্নিকার্সও শেয়ার করে নিলেন তিনি।
ভিয়ান নিজের কোম্পানির নাম রেছেছে ভিআরকিকস (VRKICKS)। যেখানে ৪৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে কাস্টমাইজড স্নাকার্স। ভিডিয়ো শেয়ার করে শিল্পা লিখলেন, ‘আমার ছেলে ভিয়ান-রাজের প্রথম এবং আলাদা একটা বিজনেস ভেঞ্চার @vrkickss, কাস্টমাইজড স্নিকার্সের। ছোট বাচ্চাদের বড় স্বপ্নকে সবসময় উৎসাহ দেওয়া উচিত। এই ব্যবসার আইডিয়া, প্রথম ধারণা থেকে শুরু করে এই ভিডিয়ো বানানো সব কিন্তু বেরিয়েছে ভিয়ানের মাথা থেক। জেন জেড এর এই সন্তান অবাক করল জেন জেড এর মাকে। তোমার জন্য গর্ব হচ্ছে আমার।’ আরও পড়ুন: জন অরণ্য থেকে মিলিয়ে গেলেন অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, প্রয়াত সত্যজিতের সোমনাথ
আর শিল্পার এই ভিডিয়োতে কমেন্ট করলেন ফারহা খান। লিখলেন, ‘ওর আত্মবিশ্বাস (থাম্বস আপ ইমোজি)’। ‘আমার স্নিকার্স কই ভিয়ান। কিপ ইট আপ বাডি’ লিখলেন অমিত সাধ। আর মাসি শমিতা লিখলেন, ‘উহুহু, আমার কাস্টমাইজড পেয়ার হাতে পাওয়ার জন্য মুখিয়ে আছি।’ আরও পড়ুন: ‘ললিত ভাইয়ের কী হবে’, পুরনো প্রেমিক রোমনের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রোলড সুস্মিতা
২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ২০১২ সালে জন্ম হয় ভিয়ানের। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে মেয়েকে ঘরে আনেন শিল্পা। তবে ২০২১ সালে রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির ঘটনায় জড়িয়ে পড়ার পর থেকেই এই পরিবারের উপরে নেমে এসেছে সংকট। সেই সময় মাস দুই জেলে ছিলেন রাজ। এখনও পাপারাৎজিজদের ক্যামেরায় ধরা দেননি তিনি। আজব আজব ফেস মাস্ক দিয়ে গোটা মুখ ঢেকেই আজকাল রাস্তায় বের হন। সে সঙ্গে পরিবার থাক বা না থাক।
শিল্পাকে এরপর দেখা যাবে রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। যা অ্যামাজন প্রাইমে আসবে পরের বছর। এই ছবি দিয়েই ওটিটি ডেবিউ হবে শিল্পার। ছবিতে তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা আর রোহিতের সঙ্গে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে নিকাম্মা-তে।