বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘জীবনে পর্নোগ্রাফি জাতীয় কিছু করিনি’, মিডিয়ার ব্যবহারে কষ্ট পেয়েছেন শিল্পার বর রাজ কুন্দ্রা

‘জীবনে পর্নোগ্রাফি জাতীয় কিছু করিনি’, মিডিয়ার ব্যবহারে কষ্ট পেয়েছেন শিল্পার বর রাজ কুন্দ্রা

মিডিয়ার উপরে রুষ্ট হয়েই মাস্কে ঢেকে রাখেন মুখ, জানালেন রাজ। 

টুইটারে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন রাজ কুন্দ্রা। আর সেখানেই দাবি করলেন, কোনওদিন পর্নোগ্রাফি জাতীয় কিছুতে তিনি অংশ নেননি। সঙ্গে জানান মিডিয়ার উপরে রুষ্ট হয়েই এভাবে মাস্কে নিজের মুখ ঢেকে রাখেন আজকাল। 

গত বছর পর্ন ছবি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জেলে ২ মাস থাকার পর জামিনে বাইরে আসেন তিনি। তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একপ্রকার সরিয়েই নিয়েছিলেন। মাসখানেক তো বাড়ির বাইরেই পা রাখেননি। আর তারপর থেকে যখনই বাইরে এসেছেন, মুখ ঢেকে রেখেছেন আজব আজব মাস্কে। তবে মঙ্গলবার একটা টুইট করেন রাজ, ঘোষণা করেন একটা আস্ক মি এনিথিং সেশন করবেন। সবাইকে প্রশ্নও ছুঁড়়তে বলেন তাঁর উদ্দেশে।

আর এর ভিত্তিতেই এক ইউজার রাজকে প্রশ্ন করেন, ‘@TheRajKundra কবে আপনি মুখের মাস্ক খুলবেন। আমি ট্রোলার নই, অনুগামী বলতে পারেন।’ তাতে রাজ লিখলেন, ‘আমি মুখের মাস্ক বন্ধু বা ভক্তদের জন্য পরি না। এটা মিডিয়ার জন্য। ওরা এবার আমার কাছ থেকে এটাই পাবে।’

রাজের টুইট।
রাজের টুইট।

নিজের বক্তব্য পরিষ্কার করে লিখতে আরও একটি টুইটও করেন। তাতে লেখেন, ‘আমি কিন্তু মাস্ক জনগণের জন্য পরছি না। আমি চাই না মিডিয়া আমার মুখের কোনও ছবি পাক আর। ওরা আমার উপরে যে মিডিয়া ট্রায়াল চালিয়েছে তাতে আমি আঘাত পেয়েছি। মিডিয়া কখনো আইনের উর্দ্ধে হতে পারে না।’

রাজের টুইট।
রাজের টুইট।
রাজের টুইট।
রাজের টুইট।

টুইটারে আরেকজন রাজকে প্রশ্ন করেন, ‘কীভাবে আপনার নাম জড়াল এতে? কীভাবে ফেলল আপনাকে ফাদে? কেউ কি আপনার থেকে কোনও টাকা চেয়েছিল নাকি শাহরুখের ছেলে আরিয়ানের সঙ্গে যেমন হয়েছে তেমনই আপনার সঙ্গেও হয়েছে?’ এর উত্তরে শিল্পার বর লেখেন, ‘খুব জলদি গোটা ব্যাপারটা সামনে আসবে। আমি নিজের শুভানুধ্যায়ীদের একটা কথাই বলতে পারি যে আমি না জীবনে পর্নোগ্রাফি জাতীয় কিছুতে অংশ নিয়েছি না প্রযোজনা করেছি।’

 

বন্ধ করুন