Actors Twinning With Their Children: প্রায়শই সন্তানদের নিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন একাধিক বলিউড তারকা। সন্তানদের সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা যায় তাঁদের, রইল ছবি-
1/8এমন অনেক বলিউড অভিনেতা আছেন যাদের প্রায়ই তাঁদের সন্তানদের সঙ্গে পার্টিতে বা অনুষ্ঠানে দেখা যায়। কিছু অভিনেতা আছেন যারা সন্তানদের সঙ্গে ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অনেক অনুষ্ঠানে এই অভিনেতারা তাঁদের সন্তানদের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন। নেটিজেনরা প্রচুর ভালোবাসা উজাড় করেন ছবিগুলিতে।
2/8দুই ছেলে রোহন এবং হৃদানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছেন হৃতিক।
3/8দুই ছেলেমেয়ে বিহান এবং শামিশার সঙ্গে পুজোর দিনে মিলিয়ে পোশাক পরেছেন শিল্পা শেট্টি।
4/8ছেলে আব্রাহামকে নিয়ে মন্নতের ব্যালকনিতে শাহরুখ। দুজনকেই সাদা কুর্তা পরে দেখা গিয়েছে।
5/8একরত্তি মেয়ে মালতীর সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছেন প্রিয়াঙ্কা এবং নিক।
6/8বড় ছেলে তৈমুরের সঙ্গে করিনা। মা-ছেলেকে একই পোশাকে দেখা গিয়েছে।
7/8মেয়ে আরাধ্যা এবং ঐশ্বর্যকে লাল-সাদা গাউনে দেখা গিয়েছে।
8/8দুই ছেলেমেয়ে মিশা এবং জৈনের সঙ্গে মিলিয়ে একই রকমের পোশাক পরেছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।