বাংলা নিউজ > বায়োস্কোপ > পরমব্রতর ছবি ‘বনি’ থেকে বাদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম! কী বলছেন লেখক?

পরমব্রতর ছবি ‘বনি’ থেকে বাদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম! কী বলছেন লেখক?

পরব্রত চট্টোপাধ্যায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

‘বনি’ ছবির টিজার এবং পোস্টারে প্রথম থেকেই গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম থাকলেও মূল ছবিতে কোথাও লেখকের নামের উল্লেখ নেই।

গত বছর দুর্গা পুজোয় মুক্তি পেয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বনি’। ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল পরমব্রত এবং কোয়েল মল্লিককে। ছবির টিজার এবং পোস্টারে প্রথম থেকেই গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম থাকলেও মূল ছবিতে কোথাও লেখকের নামের উল্লেখ নেই। সম্প্রতি, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর ব্যাপারটি নজর কেড়েছে দর্শকের। তাতেই উঠেছে প্রশ্ন। এ বিষয়ে লেখকের সঙ্গে যোগাযোগ করা হলে হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, 'অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এক্ষেত্রে ব্যাপারটা ভুলবশত হয়ে গিয়েছে বলাই আমার ধারণা। পরমব্রত খুবই কাছের আমার। অত্যন্ত স্নেহ করি ওকে। ব্যাপারটা পরে যদি সংশোধন করে দেওয়া যায়, তাহলে ভালো হয়। এইটুকুই।'

'বনি' ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - ফেসবুক) '
'বনি' ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - ফেসবুক) '

কিন্তু যদি কোনও ব্যক্তি 'বনি'র ট্রেলার বা পোস্টার কিছুই না দেখে সরাসরি সিনেমাটা দেখেন তাহলে তিনি কী করে জানবেন যে গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়? এ প্রসঙ্গে 'বনি'র প্রযোজক নিসপাল সিং রানে আনন্দবাজারকে জানিয়েছেন হইচই-তে টেকনিক্যাল কারণে কারওর নাম যায়নি। পরম, কোয়েলের নামও যায়নি। তবে সিনেমা হলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম দেখানো হয়েছে।

ভবিষ্যতে কোনও কারণেই যদি 'বনি'র লেখক হিসেবে তাঁর নাম না দেখানো হয়, তবে? সেকথা শোনার পর লেখক হেসে বলেন, ' ভবিষ্যতের কথা ভেবে শোক করে তো লাভ নেই। এ ছবি কতটা দর্শকের হৃদয় ছুঁতে পারছে সেটাও কিন্তু লক্ষণীয়।' কল্পবিজ্ঞান নির্ভর এই ছবির পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন পরমব্রত।

বায়োস্কোপ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.