বয়স যেন দিন দিন তাঁর কমেই চলেছে। গত নভেম্বরে ৫৮ এ পা দিয়েছেন বলবে কে? সম্প্রতি ছেলে আরিয়ান খানের ব্র্যান্ড ডিএভলের প্রচারে শার্টলেস হয়ে ধরা দিলেন শাহরুখ খান। আর সেই ছবিই সদ্যই পোস্ট করা হয়েছে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে। প্রসঙ্গত ডিএভল হল একটি লাক্সারি টিশার্ট ব্র্যান্ড। এটি গত বছর অর্থাৎ ২০২৩ সালেই লঞ্চ করা হয়েছে। খোদ পাঠান শাহরুখ খান সেই ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। বর্তমানে এই ব্র্যান্ডের নতুন একটি বিজ্ঞাপনে শাহরুখকে পুনরায় দেখা গিয়েছে। আর তাঁর সেই পোস্টার মুম্বইয়ের রাজপথের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বলেও জানা যাচ্ছে।
আরিয়ান খানের ব্র্যান্ডের প্রচারে শাহরুখ
২০২৩ সালের শুরুর দিকে ডিএভল কোম্পানির যুগ্ম প্রতিষ্ঠাতা আরিয়ান খান তাঁদের এই ব্র্যান্ডের প্রথম কালেকশন লঞ্চ করেছিলেন তাঁদেরই এই ব্র্যান্ডের ওয়েবসাইটে। তিনি এই ব্র্যান্ড শুরু করেছিলেন কারণ তিনি মনে করেন প্রতিটি গল্পের বা চরিত্রের সঙ্গে পোশাকের এক গভীর যোগাযোগ আছে। এই ব্র্যান্ড লঞ্চ হওয়ার পর থেকেই শাহরুখ খান সেটার প্রচার করছেন। একই সঙ্গে এই ব্র্যান্ডের পোশাকও পরতে দেখা গিয়েছে তাঁকে। ডিএভল এক্স এর কালেকশন গত বছর এপ্রিল মাসে লঞ্চ করেন আরিয়ান। সেটার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁর বাবা শাহরুখকে। এই বিজ্ঞাপনের পরিচালনা করেন খোদ কিং খান পুত্র।
আরও পড়ুন: 'এমা প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির-শিলাজিৎ-জয়জিতের
এবার সম্প্রতি মুম্বইয়ের মল এবং রাস্তায় আরিয়ান খানের এই ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপন দেখা গেল। সেখানেও ফিচার করা হয়েছে শাহরুখ খানকেই। শার্টলেস অবস্থায় চোখে সানগ্লাস পরে তাঁকে দেখা যাচ্ছে। অনেকেই সেই পোস্টারের ছবি তুলে শেয়ার করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শাহরুখ তো আগুন লাগিয়ে দিয়েছেন পুরো।'
তবে আরিয়ান খানের এই ব্র্যান্ডের পোশাকের দাম বড়ই বেশি। সেটা নিয়ে তাঁকে হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয়। এমনকি খোদ শাহরুখ খানও জানিয়েছেন যে তাঁর ছেলে তাঁকেও পর্যন্ত ছাড় দেন না।
আরও পড়ুন: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?
শাহরুখের প্রজেক্ট
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে বেশ ভালোই সাড়া পেয়েছে এই ছবি। ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের অন্য দুই ছবি পাঠান এবং জওয়ান ব্লকবাস্টার হিট হয়েছিল। তবে তাঁকে আগামীতে কোন ছবিতে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি।