টিআরপি-র লড়াইয়ে স্টার জলসার থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে জি বাংলা। ফিকশন জঁর-এ প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে ব্যর্থ চ্যানেল। এর মাঝেই নতুন বিতর্ক শুরু। আজকাল সোশ্যাল মিডিয়ায় জেরে সিরিয়ালের প্রত্যেক দৃশ্য নিয়েই চলে চুলচেরা বিশ্লেষণ। তারকাদের পোশাক-পরিচ্ছদ থেকে সংলাপ সব নিয়েই আলোচনা চলে নেটমাধ্যমে। আর পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় ট্রোলিং। তেমনই ঘটনার শিকার ‘শিশু ভোলানাথ’।
বর্তমানে হাতেগোনা ভক্তিমূলক সিরিয়াল সম্প্রচারিত হয় বাংলা টেলিভিশনে,যার মধ্যে বেশিরভাগেই হিন্দি সিরিয়াল ডাবিং করে চালানো হয়। জি বাংলার ‘শিশু ভোলানাথ’ তেমনই একটা সিরিয়াল। মহাদেবের ছোটবেলার পৌরাণিক কাহানি উঠে আসছে এই সিরিয়ালে। জি টিভির ‘বাল শিব’ ধারাবাহিকটি ডাবিং করে চালানো হয় জি বাংলায়। যা সম্প্রচারিত হয় রাত ১১টার স্লটে।
ফেসবুকে সম্প্রতি এই ধারাবাহিকের একটি ক্লিপিং আপলোড করে চ্যানেল। সেখানে মা ছিন্নমস্তা রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী শিব্যা পাঠানিয়া। তাঁর এক্সপ্রেশন থেকে হেসে খুন দর্শক। কেউ লিখেছেন, ‘কমেডি শো বানিয়ে দিয়েছো তো’। আবার কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ফুচকা খেয়ে ঝাল লেগেছে।’ এক নেটিজেন লেখেন, ‘এটা কী দেখলাম! দেবীর পরণে স্পোর্টস ব্রা’।
ছিন্নমস্তার পরনে সত্যি কালো রঙা অন্তবার্স এবং তার উপর খাটো করে শাড়ি পরানো হয়েছে। সঙ্গে রয়েছে মুণ্ডমালা। অনেকেই বেশ বিরক্ত এই দৃশ্য দেখে। দেব-দেবীদের নিয়ে এমন স্বেচ্ছার মোটেই উচিত নয়, দাবি তাঁদের।
প্রসঙ্গত, হিন্দিতে ‘বাল শিব’-এর সম্প্রচার গত মাসের মাঝামাঝি সময়ে বন্ধ হয়েছে আচমকা। প্রযোজকদের সঙ্গে কলাকুশলীদের বিরোধের জেরে মাঝপথে বন্ধ হয় এই শো।