গত ১৬ জানুয়ারি সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায় এক বাংলাদেশি ব্যক্তি। ছুরি দিয়ে লাগাতার হামলা করা হয় অভিনেতাকে, পিঠে ছুরি গেঁথে থাকায় করতে হয় অপারেশনও। তারপর অভিনেতাকে রাখা হয়, ICU তে। কিন্তু তারপরই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপরই অভিনেতার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম।
কী ঘটেছে?
গত সপ্তাহের শেষে সইফ আলি খানের উপর হামলা চালানোর পর তাঁর পিঠে ছুরির যে টুকরো গেঁথে গেছিল সেটা ৬ ঘণ্টা ধরে অপারেশন করে বের করা হয়। জানা গিয়েছিল তাঁর স্পাইনাল কর্ডের ফ্লুইড পর্যন্ত বেরিয়ে এসেছিল। অপারেশনের পর তাঁকে রাখা হয় ICU তে। কিন্তু মাত্র চারদিনের মধ্যে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। অভিনেতা নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরেন। শুধু তাই নয়। সেদিন তাঁকে যে অটো চালক হাসপাতালে নিয়ে গেছিলেন তাঁর সঙ্গে গিয়ে দেখাও করেন। আর এসব দেখেই তসলিমা নাসরিনের পর এবার প্রশ্ন তুললেন শিব সেনার নেতা সঞ্জয় নিরুপম।
এদিন তিনি বলেন, 'আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছে যেগুলোর উত্তর আমি পাইনি। আর আমার মনে হয় মুম্বইয়ের একাধিক নাগরিকের মাথায় এই একই প্রশ্ন ঘুরছে। যখন ওঁর উপর আঘাত হয় তখন চিকিৎসকরা জানিয়েছিলেন ওঁর পিঠে প্রায় ২.৫ ইঞ্চি গভীরে গেঁথে ছিল এই ছুরির টুকরো। ছয় ঘণ্টা ধরে নাকি করা হয় অপারেশন। যে অটো চালক ওঁকে হাসপাতালে নিয়ে গেছিল সে ওঁকে রক্তমাখা অবস্থায় দেখেছিল।'
তিনি এদিন আরও বলেন, 'উনি কি ওখানে অতিরিক্ত কোনও চিকিৎসা পেয়েছেন নাকি আমি বলব মেডিক্যাল সেক্টর এতটাই উন্নতি করেছে যে মাত্র ৪ দিনে সইফ আলি খান খালি হেঁটে চলে নয়, দৌড়ে ঘুরে বেড়াচ্ছে।'
প্রসঙ্গত এই ঘটনার পর মুম্বইয়ের নিরাপত্তা, আইন ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়েও তিনি এদিন বলেন, 'আমার প্রশ্ন সইফ কি শারীরিকভাবে দারুণ ফিট যে উনি অত তাড়াতাড়ি ফিট হয়ে গেলেন। ওঁর রোজকার জিমে যাওয়া কি ওঁকে দ্রুত সুস্থ হতে সাহায্য করল? এবার বোধহয় বলা উচিত আক্রমণ বা আঘাতটা আদৌ কতটা গুরুতর ছিল। আততায়ীকে যেভাবে দেখানো হচ্ছে সে কি আদৌ অতটা ভয়ঙ্কর? সত্যিটা সামনে আসা দরকার। ওঁর পরিবারের উচিত সামনে এসে সত্যিটা প্রকাশ্যে আনা।'