বাংলা নিউজ > বায়োস্কোপ > Brahmastra: 'বাবা হতে চলেছি,আর কাজ নেই?', ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার থেকে সরে দাঁড়ালেন রণবীর!

Brahmastra: 'বাবা হতে চলেছি,আর কাজ নেই?', ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার থেকে সরে দাঁড়ালেন রণবীর!

রণবীর-আলিয়া (ANI Photo) (Sunil Khandare)

‘ব্রহ্মাস্ত্র’র লাগাতার প্রচার করে ক্লান্ত রণবীর, আলিয়ার তো গলাই বসে গেছে- হবু বাবা মোটেই রাজি নন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে যোগ দিতে। কিন্তু…

লাগাতার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার করে তিতিবিরক্ত রণবীর কাপুর। গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার এই ছবি। বক্স অফিসে হিট ‘রালিয়া’ রসায়ন। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৩০ কোটি টাকা আয় করেছে এই ছবি। শিবা-ইশার ‘লাভ স্টোরিয়া’ দর্শক উপভোগ করেছেন তা বেশ স্পষ্ট। কিন্তু অনেক হয়েছে আর নয়। ‘ব্রহ্মাস্ত্র’র থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন রণবীর কাপুর! শুধু তাই নয়, আলিয়ার পক্ষেও আর ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে অংশ নেওয়া সম্ভব নয় কারণ হিসাবে অন্তঃসত্ত্বা নায়িকার স্বামী জানান, ‘ছবির প্রচারে কেশরিয়া গানটা গেয়ে গেয়ে আলিয়ার গলা বসে গিয়েছে!’ শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া, তাই স্ত্রীকে আপতত বিশ্রামে রাখতে চান রণবীর, সেইজন্যই এই সিদ্ধান্ত?

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া। সেখানে দেখা গেল ফোনের ওপারে থাকা কাউকে (সম্ভবত প্রযোজনা সংস্থার কেউ) রণবীর সাফ জানাচ্ছেন তিনি আর ‘ব্রহ্মস্ত্র’র প্রচার করবেন না। রণবীর বলেন, ‘না ভাই, আমার দ্বারা হবে না। আমি সব হিসাব চুকিয়ে নিয়েছি ব্রহ্মাস্ত্রর সঙ্গে, অয়ন মুখার্জির সঙ্গে… দু-দিন পরই ডিজনি প্লাস হটস্টারে আসবে ব্রহ্মাস্ত্র। তার মানেটা কী? আবার প্রমোশন, ফের প্রমোশন….’।

এরপর রণবীর বলে চলেন, ‘এতবার তো আলিয়াও ছবিতে শিবা, শিবা বলেনি। আমি নেচে নেচে ক্লান্ত, আলিয়ার গলা বসে গেছে সব ইভেন্টে কেশরিয়া গেয়ে গেয়ে….এবার কি করব সবার বাড়ি বাড়ি গিয়ে হাতজোড় করে বলব ডিজনি প্লাস হটস্টারে ব্রহ্মাস্ত্র আসছে, আপনারা দেখতে যান’।

অনুযোগের সুরে আলিয়ার স্বামী বলেন, ‘শুধু ব্রহ্মাস্ত্রই আমার জীবন নয়। শীঘ্রই বাবা হতে চলেছি, আমার জীবনের অন্যতম বড় মুহূর্ত।’ এর মধ্যেই ফোন আসে অয়নের। ব্যাস, ওমনি ৩৬০ ডিগ্রী ঘুরে নিমেষেই ব্রহ্মাস্ত্রর প্রচারে রাজি রণবীর। বোঝাই যাচ্ছে গোটা ভিডিয়োটাই প্রচারের কৌশল।

তবে এই মজার ভিডিয়ো দেখে হাসি থামছে না নেটপাড়ার। রণবীরের কীর্তি দেখে হেসে কুটিপাটি রণবীর সিং, দীপিকা পাড়ুকোনও। প্রসঙ্গত, সূত্রের খবর নভেম্বরের শেষেই নাকি রণবীর-আলিয়ার কোল আলো করে আসবে তাঁদের প্রথম সন্তান। আপতত চলছে অপেক্ষার পালা।

 

 

বন্ধ করুন