মুকেশ আম্বানির বড় বউমা শ্লোকা মেহতা আম্বানি হামেশাই থাকেন লাইমলাইটে। আম্বানি পরিবারের পুত্রবধূ বলে কথা! স্টাইল আর ফ্যাশনের মামলাতে হামেশাই দু-পা এগিয়ে শ্লোকা। ব্র্যান্ডেড ব্যাগ আর ডিজাইনার পোশাকের ছড়াছড়ি শ্লোকার কালেকশনে। সদ্যই করণ জোহরের যমজ সন্তানদের বার্থ ডে পার্টিতে তাক লাগালো শ্লোকার ড্রেস। ব়্যাফেলড স্লিভসের কালো গাউনে ছেলে পৃথ্বীর হাত ধরে পার্টিতে পৌঁছেছিলেন শ্লোকা। গাউনের উপরের দিকটা ফ্লোরাল কাজ করা।
স্টাইলিশ অথচ এগিলেন্ট, শ্লোকার সাজ। জানেন কি এই কালো রঙা ফ্লোরাল প্রিন্টেট গাউনের দাম কত? জানা যাচ্ছে লাক্সারি ফ্যাশন লেবেল 'Chloe'র এই গাউনের দাম ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৬ টাকা। এই গাউনের সঙ্গে একদম মানানসই মেকআপ আর হালকা জুয়েলারিতে পাওয়া গেল শ্লোকাকে। সাদা ফুল স্লিভস টি-শার্টে এদিন সেজেছিল শ্লোকা-পুত্র পৃথ্বী।

করণের যমজ সন্তানের বার্থ ডে পার্টিতে শ্লোকা
শ্লোকা মেহতা আম্বানিকে হামেশাই পাওয়া যায় এমন ডিজাইনার আউটফিটে। ছেলে পৃথ্বীর জন্মদিনের পার্টিতে ফ্যাশন লেবেলে হারমেসের ব্যাগে দেখা মিলেছিল শ্লোকার। যার মূল্য ৩৪.৫ লক্ষ টাকা। লেদার, প্যালাডিয়াম এবং সোনা দিয়ে এই ডিজাইনার ব্যাগ। ছেলের জন্মদিনে গোলাপি-সাদা স্ট্রাইপ শর্ট গাউনে এবং ডেনিম জ্যাকেট পরেছিলেন শ্লোকা। যার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা

ছেলের বার্থ ডে পার্টিতে শ্লোকার সাজ
জুয়েলার রাসেল মেহতার মেয়ে শ্লোকা। রোজি ব্লু ডায়মন্ডস এবং ওর্রা— এই দুটি ব্র্যান্ডের কর্ণধার রাসেল মেহতা। ২০১৯ সালে আকাশ আম্বানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্লোকা। শ্লোকার বাবার সম্পত্তির পরিমাণ ২২৫ মিলিয়ন ডলার। শ্লোকার নিজের সম্পত্তির পরিমাণ ১৮ মিলিয়ন ডলার। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নৃতত্ব নিয়ে পড়াশোনা শুরু করেছেন আম্বানির পুত্রবধূ। পরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স থেকে মাস্টার্স করেন শ্লোকা। সামলেছেন পারিবারিক ব্যবসাও। এককথায় রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী শ্লোকা। করণের ছেলে-মেয়ে যশ ও রুহির জন্মদিনের পার্টিতে শ্লোকার সাজ আপনাদের কেমন লাগল?
আরও পড়ুন-১৮-য় বিয়ে, দু-বছর পর বিচ্ছেদ! ভাঙা বিয়ে নিয়ে আফসোস আছে ‘একা মা’ স্বস্তিকার?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)