NEW DELHI : পোশাক পুনরাবৃত্তি এখন সেলেবদের মধ্যে বেশ নতুন ট্রেন্ড। কিন্তু স্বয়ং আম্বানির বউ তা করবেন, এমনটা ভাবায় যায় না। কিন্তু তা করে দেখালেন বাড়ির বড় বউ শ্লোকা মেহতা। দেওরের বিয়ের সন্ধ্যায় নিজেকে সাজিয়ে তুললেন নিজের বিয়ের লেহেঙ্গাতে। আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা এবং তাঁর বোন দিয়া মেহতা জাটিয়ার সহজে নিজের বিয়ের লেহেঙ্গার লাল আন্ডারটোন পরিবর্তন করে গোলাপি করে নতুন লুক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: (মার্চেন্ট পরিবারের এই মেয়ের গয়না পরে বিয়ে করে রাধিকা, কোটিপতি মহিলার পরিচয় জানেন)
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে শ্লোকা মেহতার বোন দিয়া মেহতা জাতিয়া তাঁকে স্টাইল করেছেন। দিয়া ইনস্টাগ্রামে শ্লোকার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা এমন একটি বিশেষ লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম যা ভালবাসাকে উদযাপন করে এবং @shloka11 -এর নিজের বিয়ের লেহেঙ্গার চেয়ে ভালো আর কী হতে পারে। আমরা এই নতুন লুকের জন্য আন্ডারটোনটি গোলাপী করার সিদ্ধান্ত নিয়েছি। তাঁর বিয়ের লেহেঙ্গাটিকে একটি কাস্টম লুক ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা, যাঁরা তাদের বিয়ের জন্য রাধিকা মার্চেন্ট এবং ইশা আম্বানির পোশাকও ডিজাইন করেছিলেন।
আরও পড়ুন: (সিন্দুরি লাল সোনার লেহেঙ্গায় বিদায়ের সাজে রাধিকা, কেমন ছিল সেই লুক)
দেখে নিন শ্লোকা মেহতার বিয়ের লুক:
শ্লোকা মেহতার লুক
শ্লোকা মেহতার পুনর্নির্মিত বিবাহের লেহেঙ্গাটি একটি চমৎকার গোলাপি রঙের। একটি সূক্ষ্ম জারদোসি জালি জাদু এবং জারদোসি কাটওয়ার্কের সঙ্গে দুর্দান্ত হাতে এমব্রয়ডারি করা রয়েছে। ব্লাউজটি ছিল অপূর্ব সুন্দর। কাঁধের দুপাট্টায় বিশদ ফুলের মোটিফ দিয়ে সজ্জিত । তিনি একটি চোকার নেকলেস, একটি নথ, কানের কাফ, কড়া, একটি চুলের অ্যাকসেসরি এবং একটি মাং টিকা সহ হীরের গয়না দিয়ে গোটা পোশাকটি অ্যাকসেসরাইজ করেছিলেন। শ্লোকা মিনিমাল গ্ল্যাম সহ পুনর্নির্মিত লেহেঙ্গা সেটটি স্টাইল করেছিলেন। তিনি কাজল কালো চোখ, স্মোকি আই, কালো আইলাইনার, ডিফাইনড ভুরু, গোলাপী ঠোঁট এবং একটি মানানসই টিপ দিয়ে তাঁর লুকটি সম্পুর্ন করেন।
আরও পড়ুন: (বিয়ে বাড়িতেই শাহরুখ ছুঁলেন অমিতাভ-জয়ার পা, নীতা আম্বানিরও পায়ে হাত দিলেন নাকি?)
নেটদুনিয়ায় ভাইরাল লুক
অনন্ত এবং রাধিকার বিয়েতে শ্লোকার লেহেঙ্গা পুনরাবৃত্তি করার সিদ্ধান্তটি নেটিজেনদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। করিনা কাপুর তাঁর প্রশংসা করে লিখেছেন, ‘শ্লোকা সর্বদা এত মার্জিত এবং খুব সুন্দর।’ মাসাবা লিখেছেন, ‘কী সুন্দর ভাবনা, সত্যিই সুন্দর।’ একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এত মার্জিত এবং অপূর্ব সুন্দর।’