আর একটা দিনের অপেক্ষা, তারপরই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ১২ জুলাই ২০২৪-এ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তবে এর বহু আগে থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান, আম্বানি পরিবারের পক্ষ থেকে হবু এই দম্পতির জন্য দু'বার প্রাক-বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর মধ্যে একটি হয়েছিল গুজরাটের জামনগরে, আর একটি হয়েছিল ইউরোপে। তারপর আবার মুম্বইতেও শুরু হয় বিবাহ-পূর্ব নানা অনুষ্ঠান, যেমন মামেরু, সঙ্গীত, গায়ে হলুদ এবং বুধবার অর্থাৎ ১০ জুলাই ছিল আম্বানিরা শিব এবং শক্তি পূজার আয়োজন করেছিলেন, তারপর হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান।
আর অন্যান্য অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও বসেছিল চাঁদের হাট, বলিউড থেকে শুরু করে আম্বানি পরিবারের সকলে উপস্থিত ছিলেন। সেখানেও নানা রঙের পোশাকে ও নানা ঢঙের সাজে সেজে উঠেছিলেন তাঁরা। মেহেন্দিতে হাজির হয়েছিলেন অনন্তর বৌদি শ্লোকা মেহতাও। দিদার গয়নায় সেজেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘আমার বিশ্বাস ভারত খুব তাড়াতাড়ি...’ উইম্বলডন ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল নিয়ে সিদ্ধার্থ-কিয়ারা
এই অনুষ্ঠানে শ্লোকা সোনালি আভা যুক্ত, পানের নক্সা করা টিস্যু শাড়ি পরেছিলেন। অনন্ত এবং রাধিকার মেহেন্দির অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন তাঁর বোন দিয়া মেহতা জাটিয়ার স্টাইল করা পোশাক। তাঁর সুন্দর শাড়িতে সিল্ক কাপড়ের উপর জরির কাজ করা ছিল। শাড়ির পাড় জুড়ে ছিল পানের আকারের নক্সা। শ্লোকা একটি বাদামি-সবুজের ডুয়েল টোন দেওয়া লম্বা হাতার ব্লাউজ পরেছিলেন। সঙ্গে নিয়েছিলেন সবুজ রঙের একটি ওড়না।
আরও পড়ুন: পাবলিক টয়লেটে টুইঙ্কল! বোনের সাথে জয়পুরে গিয়ে আর কী কী অভিজ্ঞতা হল অক্ষয় ঘরণীর?
পোশাকের সঙ্গে ম্যাচ করে গয়নাও পড়েছিলেন তিনি। তবে এগুলির বিশেষত্ব হল এই গয়নাগুলি অর্থাৎ সোনার নেকলেস থেকে শুরু করে তাঁর ম্যাচিং কানের দুল এবং একটি টকলি সবই হল শ্লোকার দিদার গয়না। অনন্ত-রাধিকার মেহেন্দির অনুষ্ঠানে দিদার গয়নাতেই সেজে উঠেছিলেন শ্লোকা। তবে শাড়ি ও গয়না খুব জমকালো হলেও, মেকআপ করেছিলেন বেশ হালকা। সঙ্গে কপালে ছিল কালো রঙের টিপ। চুলে করেছিলেন কার্ল। শ্লোকার শাড়িটি এসেছে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার থেকে, এই শাড়িটির দাম ৬০ হাজার টাকা।
প্রসঙ্গত, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট দীর্ঘদিন ধরে প্রেম করার পর, ২০২৩ সালে বাগদান সারেন। এই দম্পতি ২০২৪ সালের মার্চ মাসে জামনগরে তাঁদের প্রথম প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এবং তারপরে ইতালিতে আরেকটি তাক লাগানো প্রি-ওয়েডিং হয়েছিল। দম্পতি ১২ জুলাই, ২০২৪ এ গাঁটছড়া বাঁধতে চলেছেন, তারপরে একটি আশীর্বাদ অনুষ্ঠান হবে আর তারপরই হবে বধূ-বরণ।