'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান। তারপর থেকে ছোটপর্দার দর্শকদের কাছে অতি পরিচিত নাম দীপিকা কক্কর। তবে মা হওয়ার পর দীর্ঘদিন অভিনয় দুনিয়া থেকে দূরেই ছিলেন দীপিকা। তবে সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে 'সেলিব্রিটি মাস্টারশেফ'-এ।
তবে বরাবরই পেশাগত জীবনের পাশাপাশি দীপিকার ব্যক্তিগত জীবনও চর্চায় ছিল। পেশায় পাইলট, প্রথম স্বামী রৌনক স্যামসনের সঙ্গে দাম্পত্য জীবনের মাঝেই সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। পরে প্রথম বিয়ে থেকে বেরিয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন তিনি। শোয়েবের সঙ্গে তাঁর এক পুত্র সন্তানও হয়, নাম রাখেন রুহান। এদিনে গুঞ্জন শোনা যায়, দীপিকার প্রথম স্বামীর সঙ্গেও একটি কন্যা সন্তান রয়েছেন। এবার এই গুঞ্জন নিয়েই নীরাবতা ভেঙেছেন শোয়েব ইব্রাহিম।
আরও পড়ুন-নৈরাজ্যের বাংলাদেশ! শাওনের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবার গ্রেফতার অভিনেত্রী সোহানা সাবা
সত্যিই কি দীপিকার প্রথম স্বামীর সঙ্গে একটি মেয়ে রয়েছে?
এবিষয়ে শোয়েব ইব্রাহিমকে সম্প্রতি তাঁর ইউটিউব ভ্লগে মুখ খুলেছেন শোয়েব ইব্রাহিম। বলেন, ‘আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যা গত কয়েক বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে। মাঝে মাঝে একথা শুনলে বিরক্তিকরও লাগে। এটা কীভাবে কেউ বলতে পারেন? এবার আমি এবিষয়ে শেষবারের মতো উত্তর দিই। যাঁরা আমার সঙ্গে একমত হবেন তাঁরা মানবেন, যাঁরা হবেন না তাঁরা এটা মানবেন না। লোকজনের প্রশ্নটা হল, ‘দীপিকার কি প্রথম স্বামীর সঙ্গে কোনও মেয়ে আছে? আপনারা উত্তর দেন না কেন?’
শোয়েব আরও বলেন, ‘আজকাল লোকজন সোশ্যাল মিডিয়ায় নানান অভিযোগ করছেন এবং তারপর তাঁরা আশা করছে যে আমি এসবের জবাব দেব এবং প্রমাণ দেব। এখনই আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যাঁরাই এই প্রশ্ন তুলেছেন, তাঁদের বলি এই কথার কোনও সত্যতা নেই। এই খবর রটানোর উদ্দেশ্য কী আমরা জানি না। কখনও কখনও লোকেরা আপনার নীরবতার সুযোগ নেয়। আর এর সবচেয়ে বেশি প্রভাব দীপিকার উপর পড়েছিল যখন ও গর্ভবতী ছিল।’
একই ভ্লগে দীপিকাও এই বিষয়ে মুখ খোলেন। এই গুজবের প্রতিক্রিয়ায় দীপিকা বলেন, 'আমি যখন গর্ভবতী ছিলাম, যখন আমি রুহানকে জন্ম দিয়েছি, ওর যত্ন নিচ্ছি, তখন আমাকে কী কী সহ্য করতে হয়েছে। এখনও যখন আমরা এবিষয়ে নানান কথা শুনছি, তখন খুব বিরক্ত ছিলাম। শোয়েব আমাকে শান্ত করে। বলে, এসব নিয়ে মাথা খারাপ কোরো না। বিষয়গুলি খুবই সস্তার গসিপ, যার কোনও অস্তিত্ব নেই। কারোও কোনোও প্রমাণ থাকলে দয়া করে দেখাবেন।'