গত সপ্তাহেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দীপিকা কক্কর। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন টেলি দম্পতি শোয়েব-দীপিকা। এক সপ্তাহ অতিক্রান্ত, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না এই তারকা জুটি। প্রি-ম্য়াচিওর ডেলিভারি হয়েছে দীপিকার। সেই কারণেই ইনকিউবেটরে (NICU) রয়েছে তাঁর পুত্র সন্তান।
দু-দিন আগেই শোয়েব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আপনারা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করুন’। যা শুনে বেশ চিন্তিত ছিল অনুরাগীরা। মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে নয়া ভিডিয়ো আপলোড করে খানিক স্বস্তির বার্তা দিলেন অভিনেতা।
মূলত ছেলের জন্মের দিনের এবং তার পরবর্তী সময়ের নানান মুহূর্ত উঠে এসেছে এই ভিডিয়োয়। সেখানে শোয়েব জানান, এখন তাঁদের পুত্র সন্তান আগের চেয়ে অনেক ভালো রয়েছে। দীপিকা পুরোপুরি সুস্থ। তবে NICU-তেই রয়েছে ‘ছোটু’। এটাই ‘শোয়িকা’র ছেলের আদুরে ডাকনাম। অভিনেতা বলেন, ‘দীপিকাকে তো গত ২৪ তারিখই চিকিৎসকরা ছুটি দিয়ে দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু ওকে সন্তানের জন্য বুকের দুধ পাম্প করে দিতে হচ্ছে। মীরা রোড থেকে দিনে তিনবার বান্দ্রার হাসপাতালে এসে বুকের দুধ পৌঁছানো অসম্ভব, তাই দীপিকা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে’।
শোয়েব আরও জানান, আরও ৬-৭ দিন তাঁদের পুত্র সন্তানকে ইনকিউবেটরেই রাখা হবে। এখনও অক্সিজেন সাপোর্টেই রয়েছে ছেলে, আইভি (IV)-র মধ্য়মেই খাওয়ানো হচ্ছে মায়ের দুধ। তবে শোয়ব জোর দিয়ে জানান, ‘ও ক্রিটিক্য়াল এমনটা হয়। দিন দিন ও সুস্থ হচ্ছে। তবে সকলে প্রার্থনা করতে থাকুন। আশা করছি শীঘ্রই ওকে বাড়ি নিয়ে যাব। কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোনও বাবা-মায়েরই তাঁর সন্তানকে ওই জায়গায় দেখলে অদ্ভূত একটা মনোকষ্ট হবে। আমাদেরও হচ্ছে’।
শোয়েবের ভিডিয়োয় প্রসবের কয়েকঘন্টা পরেই দীপিকাকে বলতে শোনা গেল, ‘জন্মের পর যখন ওর কান্নাটা শুনলাম ওর চেয়ে সুন্দর মুহূর্ত এই পৃথিবীতে আর কিছু হয় না’। শোয়েব অপর এক ভিডিয়োয় জানিয়েছেন, সন্তানের দেখভালের জন্য পরিবারের সকলে থাকলেও স্ত্রীর খেয়াল রাখতে সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জুলাই মাসে শেষ হচ্ছে তাঁর চুক্তি, প্রযোজনা সংস্থাকে নিজের সিদ্ধান্তের কথা দু-মাস আগেই জানিয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থা তাঁর পরিস্থিতি বুঝে সব রকমের সমঝোতা করতে রাজি হয়েছে। সন্তানের সঙ্গে যাতে শোয়েব সময় কাটাতে পারেন, তার জন্য তাঁর শ্যুটিং-এর দিন এবং সময় দু'টোয় কাটছাঁট করা হয়েছে।
শোয়েব-দীপিকা জানিয়েছেন ছেলের নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। খুব শীঘ্রই তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন। আপতত অপেক্ষা ছেলে কোলে বাড়ি ফেরার। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। অভিনয় কেরিয়ার শুরুর আগেই রৌণক স্যামসনকে বিয়ে করেছিলেন এয়ার হোস্টেস দীপিকা। সেই বিয়ে সুখের হয়নি।
‘সসুরাল সিমর কা’ শো চলাকালীনই শোয়েবের সঙ্গে আালাপ দীপিকার। ২০১৫ সালে আইনি বিচ্ছেদ হয় অভিনেত্রীর। ২০১৮ সালে বিগ বস ১২-র মঞ্চে দেখা মিলেছিল দীপিকার। বিয়ের পরপরই বিগ বসের ট্রফি জেতেন টেলিভিশনের এই আদর্শ বহুরানি। গত দু-বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে।