বাংলা নিউজ > বায়োস্কোপ > Shoaib Malik-Sania Mirza: ‘একসঙ্গে থাকার সময় নেই…', সানিয়ার সঙ্গে ডিভোর্স জল্পনার মাঝেই বেফাঁস শোয়েব

Shoaib Malik-Sania Mirza: ‘একসঙ্গে থাকার সময় নেই…', সানিয়ার সঙ্গে ডিভোর্স জল্পনার মাঝেই বেফাঁস শোয়েব

সত্যি কি আলাদা হচ্ছেন শোয়েব-সানিয়া? 

Shoaib Malik-Sania Mirza: ইদেও একসঙ্গে ছিলেন না শোয়েব-সানিয়া। তবে কি সত্যি ভাঙছে তারকা দম্পতির ১৩ বছরের বৈবাহিক সম্পর্ক? 

শোয়েব মালিক আর সানিয়া মির্জার দাম্পত্য সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। এই জল্পনা মাথাচাড়া দিয়েছে বেশ কয়েকমাস আগেই। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে কানাঘুষো কম নেই। আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতা নিয়ে দু-দেশের সংবাদমাধ্যমেই বিস্তর চর্চা। সত্যি কি ১৩ বছরের দাম্পত্যে ইতি টানছেন দুজনে? এই প্রশ্ন ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এর মাঝেই বেফাঁস শোয়েব মালিক। 

ইদ স্পেশ্যাল এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোয়েব (Shoaib Malik) । সেই সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন রাখা হয় প্রাক্তন পাক অধিনায়কের কাছে। প্রশ্নকর্তা জানতে চান, দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ কীভাবে ফের চালু হতে পারে? জবাবে অপেক্ষ না করেই তিনি যোগ করেন, ‘এই ব্যাপারে কি সানিয়া বৌদির কাছে সাহায্য় চাওয়া উচিত?' শোয়েব হেসে বলেন- ‘আমারাই একসঙ্গে থাকার সময় পাচ্ছি না’। এরপর সানিয়ার স্বামী যোগ করেন, ‘আমার তো মনে হয় শুধু ক্রিকেট নয়, যে কোনও খেলার মাধ্যমেই সম্প্রীতির বার্তা দেওয়া সম্ভব। প্রতিবেশিদের তো উচিত একসঙ্গে এগিয়ে আসা। দু-দেশের মানুষই ক্রিকেট ভালোবাসেন। আইসিসি-র সবচেয়ে বড় ম্য়াচ তো ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচই হয়। শুধু দুই দেশের সমর্থক নয়, ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচ ভালোবাসে’। 

একই শো-তে সানিয়ার (Sania Mirza) সঙ্গে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে শোয়েব সাফ বলেন, নিজস্ব কমিটমেন্ট নিয়ে তাঁরা ব্যস্ত, এর মাঝে এই নয় যে সম্পর্ক ভেঙে গিয়েছে। মাস কয়েক আগেই ছেলে ইজহানকে নিয়ে উমরাহ করতে সৌদি গিয়েছিলেন সানিয়া, সঙ্গে ছিলেন না শোয়েব। তাঁর সাফাই, ‘ওই সময় আমার কিছু কাজ ছিল,সেটা শেষ করে আমি যখন ইজহানের সঙ্গে সময় কাটাতে দুবাই গেলাম সানিয়া ব্য়স্ত ছিল আইপিএল নিয়ে’। প্রসঙ্গত, 'উইমেন্স প্রিমিয়ার লিগ' বা মহিলা আইপিএল-এ আরসিবি-র মেন্টরের ভূমিকায় পাওয়া গিয়েছে প্রাক্তন টেনিস সুন্দরীকে। 

শোয়েবের কথায়, প্রত্যেক সম্পর্কেই ওঠা-পড়া থাকে। সেটাই স্বাভাবিক। তিনি বলেন, ‘মানুষকে বুঝতে হবে আমরা দুই দেশের মানুষ, আমাদের আলাদা আলাদা দায়বদ্ধতা রয়েছে'। পরস্পরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা আজও অটুট দুজনের তা স্পষ্ট করেন শোয়েব মালিক। চলতিবারও বউ-ছেলের সঙ্গে ইদ সেলিব্রেট করতে পারেননি শোয়েব। জানান, দুজনকেই প্রচণ্ড মিস করেছেন তিনি, তবে পেশাদার কমিটমেন্টের জেরে পাকিস্তানে রয়েছেন শোয়েব। তাই আলাদা দেশেই কাটল শোয়েব-সানিয়ার ইদ। 

 

বন্ধ করুন