সানিয়া মির্জাকে ডিভোর্স দেওয়ার পর এটাই শোয়েব মালিকের প্রথম ইদ। শুধুই কি তাই, সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করার পরেও এটা তাঁর প্রথম ইদ। আর এই বিশেষ দিনটি নতুন স্ত্রীর সঙ্গে বিশেষ ভাবেই কাটালেন শোয়েব মালিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবারের ইদ উদযাপনের কিছু মুহূর্তের ছবি।
শোয়েব এবং সানার ইদ
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ২০২৪ সালের শুরুতেই বিবাহিত জীবনের তৃতীয় ইনিংস শুরু করেছেন। এই বছরই জানুয়ারি মাসে তিনি বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেত্রী তথা মডেল সানা জাভেদকে। বিয়ের পর এটাই তাঁদের প্রথম ইদ। আর সেই দিনটা তাঁরা কীভাবে উদযাপন করলেন সেটারই ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করেন।
আরও পড়ুন: একই বাড়ির বাসিন্দা, তবুও চিরকুট লিখে 'আলাপ' মিমি-আবিরের! তারপর... প্রকাশ্যে ছবি ঝলক
আরও পড়ুন: নববর্ষে সৌরভকে বিশেষ গান উৎসর্গ সাহেবের, করতে গেলেন প্রণামও! কাদের গানে রবিবার জমবে দাদাগিরির মঞ্চ?
সানা জাভেদ এদিন ইনস্টাগ্রামে এদিন একাধিক ছবি পোস্ট করেন ইদের। সেখানে তাঁকে একটি হলুদ রঙের শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ম্যাচ করে পরেছেন একটি স্লিভলেস ব্লাউজ। অন্যদিকে শোয়েব মালিক কালো রঙের শেরওয়ানি পরেছিলেন।
এদিন কেবল রঙিন ছবি নয়, যুগলের বেশ কিছু সাদা কালো ছবিও সানা জাভেদ এদিন পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে বরের গলা জড়িয়ে তাঁর চোখে ডুবতে দেখা যাচ্ছে। শোয়েবও নতুন স্ত্রীর দিকে তাকিয়ে হাসছেন। এমনই নানা আদুরে মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে সানা জাভেদ সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
শোয়েব এবং সানা প্রসঙ্গে
শোয়েব মালিক এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। তাঁদের একটা সন্তানও আছে। কিন্তু গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে তাঁদের সম্পর্ক ঠিক নেই। তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। আর এসব গুঞ্জনের মধ্যেই এই বছর জানুয়ারি মাসে সানা জাভেদকে বিয়ে করে সেই কথা প্রকাশ্যে এনে সকলকে একপ্রকার চমকে দিয়েছিলেন শোয়েব।
আরও পড়ুন: দিদির মঞ্চে নববর্ষের ভুরিভোজ! রচনার কাছে মনের কথা ফাঁস 'শিমুল' মানালি আর তাঁর বন্ধুদের
সানিয়া মির্জার ইদ
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে দুবাইতে থাকেন সানিয়া। তবে ইদ উপলক্ষ্যে এদিন তিনি হায়দ্রাবাদে এসেছিলেন। পরিবারের সঙ্গে এখানেই ইদ উদযাপন করেন এই ভারতীয় টেনিস তারকা।