শোয়েব মালিকা আর সানিয়া মির্জার মধ্যে বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। খবর বলছে, আলাদা হয়ে গিয়েছেন দুই তারকা। তবে কিছু আইনি জটিলতার কারণে সেই খবর সামনে আনতে পারছেন না। আপাতত দুজনেই ব্যস্ত তাঁদের নতুন শো ‘মির্জা মালিক শো’ নিয়ে। যার প্রোমো শেয়ার করলেন শোয়েব রবিবার।
ট্রেলারে দেখা গেল, মিউজিক্যাল সেলেব্রিটি টক শো-তে অতিথিদের স্বাগত জানাচ্ছেন শোয়েব আর সানিয়া। অতিথি তালিকায় দেখা মিলল হুমায়ুন সাইদ, ফাহাদ মুস্তাফা, আদনান সিদ্দিকী এবং হোস্ট ওয়াসিম বাদামিদের। ভিডিয়োর ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘স্পটিফাই নিয়ে এল দ্য মির্জা মালিক শো। জলদি আসছে।’
শোয়েব আর সানিয়ার ১২ বছরের বিয়ে ভেঙে গেছে বলেই দাবি পাকিস্তান মিডিয়ার। এই শো-র কারণেই নাকি সেই খবর আনতে পারছেন না প্রকাশ্যে। সানিয়া সোশ্যাল মিডিয়ায় শোয়েবের সঙ্গে ছবি দেওয়া বন্ধই করে দিয়েছে। শোয়েব যদিও ছেলের জন্মদিনের পার্টির ছবি দিয়েছিলেন, যাতে ছিলেন সানিয়াও। বউকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার।
‘দ্য মির্জা মালিক শো’-র প্রোমোতেও ধেয়ে এল কটাক্ষ। একজন লিখলেন, ‘ডিভোর্সের জল্পনা উড়িয়ে কে ভাই এসব ভিডিয়ো দেয়। খোলাখুলি কথা বললেই তো মিটে যায়।’ অন্য জন লিখেছেন, ‘এটাই তো বোঝা যাচ্ছে না পাবলিসিটির জন্যই এসব করা হচ্ছে কি না। সত্যিই এই তারকারা কত কী না করতে পারে টাকার জন্য।’
বলে রাখা ভালো, সানিয়া-শোয়েবের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের নাম। খবর, ওমর আর শোয়েবের ঘনিষ্ঠতার কারণেই নাকি বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া।