বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib-Bubly: ‘এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি!’, শাকিবকে ‘সাবধান’ করলেন বুবলী

Shakib-Bubly: ‘এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি!’, শাকিবকে ‘সাবধান’ করলেন বুবলী

শাকিবকে একহাত নিলেন বুবলী। 

শাকিব আর বুবলীর মধ্যে ঝামেলা সামনে এল ফের একবার। এবার সামাজিক মাধ্যমে বরকে একহাত নিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। দেখুন সেই ফেসবুক পোস্ট। 

ফের একবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর বর্তমান স্ত্রী অভিনেত্রী শবনম বুবলী। গত বছরের শেষের দিকে প্রথমে নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। তারপরই জানান তিনি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। সঙ্গে আরও জানালেন, তাঁদের একটি সন্তানও রয়েছে। এই ঘটনার পর থেকেই বুবলীর সঙ্গে দূরত্ব বাড়ে শাকিবের। বুবলী ‘সব ঠিক আছে’ বোঝানোর চেষ্টা করলেও শাকিবের দিক থেকে এর আগেও এসেছিল নেতিবাচক মন্তব্য।

সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’ সঙ্গে দাবি করেন, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানে রোমান্টিক হওয়া সত্ত্বেও তাতে দুজনে দূরে দূরেই ছিলেন। ঠিকমতো জমেনি, যা শাকিবের কেরিয়ারে আগে নাকি ঘটেনি।

আর শাকিবের এই সাক্ষাৎকার সামনে আসার পরই আসে বুবলীর সোশ্যাল পোস্ট। যেখানে ‘ছেলের বাবা’কে একহাত নিয়েছেন তিনি। এমনকী স্পষ্ট করে দিয়েছেন যে তাঁদের এখনও ডিভোর্স হয়নি।

সামাজিক মাধ্যমে শাকিবকে ‘মিস্টার শাকিব খান’ উল্লেখ করে বুবলী লিখলেন, ‘আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !!’

সঙ্গে জুড়ে দেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে-সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি… শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসঙ্গে থেকেছি , টাইম স্পেন্ড করেছি…’

<p><i>বুবলীপ ফেসবুক পোস্ট।</i></p>

বুবলীপ ফেসবুক পোস্ট।

‘আপনার স্ত্রী (এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন। … ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবে আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো।’

লেখার শেষে যোগ করেন, ‘শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন