গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েন অনন্ত এবং রাধিকা। তারকাদের হাট বসেছিল অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানে। শুধু ভারতের নয়, সারা বিশ্বের নামি দামি তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মার্কিন ইনফ্লুয়েঞ্জার জুলিয়া হ্যাকমানা চ্যাফে। উপস্থিত তারকাদের জুয়েলারি দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। ছোট্ট একটি ভিডিয়ো পোস্ট করে দেন ইন্সটাগ্রামে।
জুলিয়ার ভিডিয়োয় প্রথমেই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। প্রিয়াঙ্কা হাতে পরেছিলেন দুটি ব্রেসলেট, যার মূল্য যথাক্রমে ১৬ লাখ এবং ১২ লাখ। এছাড়া ২০ লক্ষ টাকার একটি আংটি ছিল প্রিয়াঙ্কার হাতে। তবে সব থেকে নজর কেড়েছে প্রিয়াঙ্কার গলায় থাকা হীরে এবং নীল নীলকান্ত মনি দিয়ে সজ্জিত নেকলেসটি।
(আরও পড়ুন: পার্টনারকে কি সত্যবাদী যুধিষ্ঠির মনে হয়? দেখুন তো এই ৬টি লক্ষণ মিলছে কি না)
এরপর ভিডিয়োয় আরও বেশ কয়েকজনকে দেখা যায় যারা নামিদামি গয়নার পাশাপাশি দামি ব্যাগও নিয়ে এসেছেন। তবে এই দিন শুধু প্রিয়াঙ্কা নয়, নজর কেড়েছিলেন গর্ভবতী দীপিকা পাডুকোনও। দীপিকা পরেছিলেন একটি চোকার, যা মূলত শিখ কারিগরদের দ্বারা তৈরি।
অনুষ্ঠানে নজর কেড়েছিলেন আলিয়াও। আলিয়ার গলায় ছিল ২২ ক্যারেটের সোনা দিয়ে তৈরি একটি অসম্ভব সুন্দর নেকলেসটিতে সোনা ছাড়াও ছিল হীরে, পান্না এবং মুক্তো। সব মিলিয়ে আলিয়াকে দেখতে লাগছিল অসাধারণ।
শ্রীদেবী কন্যা জাহ্নবীও কোনও অংশে কম ছিলেন না। তিনি পরেছিলেন একটি কাস্টম মেড লেহেঙ্গা, যার ওড়নায় ছিল সোনার কাজ। গলায় ছিল চোকার, মাথায় মাং টিকা। সব মিলিয়ে একটি রাজকীয় লুক দিয়েছিলেন জাহ্নবী।
(আরও পড়ুন: জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই দিবস কেন পালন করা হয়? রইল দিনটির ইতিহাস সহ কিছু অজানা তথ্য)
তবে শুধু অতিথিদের না, জুলিয়াকে আম্বানি পরিবারের সদস্যদের গয়নার প্রশংসা করতেও শোনা যায়। পশ্চিমের দেশগুলিতে এইরকম জুয়েলারি সেই ভাবে দেখা যায় না তাই এইরকম ধরনের জুয়েলারি দেখে বেজায় আশ্চর্য হয়েছেন জুলিয়া।
প্রসঙ্গত, জুলিয়া এই ভিডিয়োটি তৈরি করেছেন মূলত উপস্থিত অতিথিদের গহনার ওপর ভিত্তি করে। ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। নিমন্ত্রিতদের জুয়েলারি প্রশংসা করতে দেখা গেছে জুলিয়ার অনুরাগীদের।
তবে এই ভিডিয়োটি আরও একটি ধাপে আনতে চলেছেন জুলিয়া। পরবর্তী ধাপে আরও বেশ কয়েকজন নিমন্ত্রিতদের জুয়েলারি দেখা যাবে, দেখা যাবে জুয়েলারির অনন্য কালেকশন। তাই আপাতত এই ভিডিয়োর পার্ট টু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন জুলিয়ার ভক্তরা।