বাংলা নিউজ > বায়োস্কোপ > Birbal Khosla Dies: 'শোলে', 'মেরা নাম জোকার' খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল প্রয়াত

Birbal Khosla Dies: 'শোলে', 'মেরা নাম জোকার' খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল প্রয়াত

প্রয়াত 'শোলে'র বীরবল খোসলা

বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে 'উপকার' ছবিতে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’, ‘হম হ্যায় রহি প্যায়র কে’, ‘ফির কভি’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন।

বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত অভিনেতা বীরবল খোসলা ওরফে সতিন্দর কুমার খোসলা। ১২ সেপ্টম্বর মঙ্গলবার তাঁর মৃত্যু হয় বলে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জানা যাচ্ছে কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই তাঁর মৃত্যু হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতে পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন সতিন্দর কুমার খোসলা। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে বীরবর খোসলা নামেই পরিচিত ছিলেন তিনি। শোলে (১৯৭৫) মেরা নাম জোকার (১৯৭০) ছবিতে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন বীরবর খোসলা।

কেরিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা তাঁদের পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’ এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তিনি কিন্তু শীঘ্রই বুঝতে পারেন যে তাঁর ছেলেকে ডেস্কের পিছনে বসে কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে বহাল করা হয়। পরবর্তী সময়ে বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে 'উপকার' ছবিতে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’, ‘হম হ্যায় রহি প্যায়র কে’, ‘ফির কভি’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়়ুন-গদর-২ OMG-2, জওয়ান নিয়ে চর্চার মাঝেই কত টাকার ব্যবসা করল আয়ুষ্মানের ড্রিম গার্ল-২?

আরও পড়ুন-শাহরুখের কাছেই ফের হার! মুক্তির ৩৩ দিনে বক্স অফিসে কত আয় করল সানির গদর-২?

হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি ছবিতেও অভিনয় করেছেন বীরবল খোসলা। ৫০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। নিজের দীর্ঘ অভিনয় কেরিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না সহ অতীতের শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন বীরবল খোসলা।

বন্ধ করুন