অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে তিনটি পোশাক পরেছিলেন আম্বানি পরিবারের বড় বউ শ্লোকা মেহতা। বলাই বাহুল্য তিনটি সাজেই তিনি সকলের নজর কেড়েছেন। এই বিশেষ দিনে তাঁকে তাঁর দিদি দিয়া মেহতা জাটিয়া সাজিয়ে দিয়েছেন। তবে এই তিনটি সাজের মধ্যে তাঁর একটি সাজ কিন্তু আলাদা ভাবে নেট নাগরিকদের নজর কেড়েছে। আর শ্লোকার এই সাজটি দেখে অনেকেই কভি খুশি কভি গম ছবির বোলে চুড়িয়া গানে করিনা কাপুরের কথা মনে পড়ে গিয়েছে।
এদিন শ্লোকা পরেছিলেন একটি গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই হার, কানের এবং হাতের চুড়ি। চুলটা তিনি টেনে একটি পনিটেল করেছিলেন। প্রসঙ্গত আম্বানি পরিবারের বড় বউয়ের এই সাজের জন্য তাঁর দিদি দিয়া মণীশ মালহোত্রার তৈরি করা এই লেহেঙ্গাটি বেছে নিয়েছিলেন।
এই লুক তৈরি করার জন্য দিয়া বোনের জন্য একটু কিছু আইকনিক অথচ সুন্দর এবং এলিগেন্ট খুঁজছিলেন। তাই এই পোশাক বেছে নেন। আর তাতেই প্রিটি হট এবং টেম্পটিং লাগছিল শ্লোকা মেহতাকে।
প্রসঙ্গত কভি খুশি কভি গম ছবিতে পূজা শর্মা ওরফে পুর চরিত্রে দেখা গিয়েছিল করিনা কাপুরকে। সেখানে তিনি বোলে চুড়িয়া গানে এমন সেজেছিলেন। এমনই একটি লেহেঙ্গা পরেছিলেন। যদিও সেই সাজের সঙ্গে শ্লোকার সাজের কিছু বেসিক পার্থক্য ছিল। তবুও তাঁর এই সাজ দেওরের সঙ্গীতে সবার নজর কেড়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রী কৃতিকার প্রশংসা, বিগ বস হাউজেই বিশালকে কষিয়ে থাপ্পড় মারলেন আরমান!
আম্বানিদের সঙ্গীতে টিম ইন্ডিয়াকে সম্মান জানানো হল
মাত্র এক সপ্তাহ আগেই রোহিত শর্মার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে ভারত। এরপর দেশে ফিরেই মুম্বইতে চলে বিজয় মিছিল। তাতে সামিল হন লক্ষ লক্ষ মানুষ। তবে ভারতের এই বিশ্ব জয়ের কারিগর হিসেবে দলের যে তিনজনকে মনে করা হচ্ছে তাঁদের এদিন সম্মান জানাল গোটা আম্বানি পরিবার। মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ছেলে আকাশ আম্বানির সঙ্গে মিলে রোহিত, হার্দিক এবং সূর্যকুমার যাদবকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁদের সঙ্গে মঞ্চে নাচ করেন।