সুজিত সরকার বলিউডের অতি পরিচিতত নাম, ভিকি ডোনার পরিচালকের কেরিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল রঙ্গমঞ্চে। 'আনফিল্টারড উইথ সামদিস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুজিত বলেন, শাহরুখ খানের সঙ্গে তাঁর পরিচয় আশির দশকে, তখনও হিন্দি ছবির দুনিয়ার নায়ক হতে মুম্বই পাড়ি দেননি দিল্লির ছেলে শাহরুখ। এর বেশি আর কী? অনেকেই হয়ত জানেন না বাঙালি পরিচালক সুজিত এবং শাহরুখ দুজনেই দিল্লিতে একই থিয়েটার গ্রুপের সাথে কাজ করতেন। সুজিত ফাঁস করেছেন শাহরুখের প্রেম কাহিনির সাক্ষীও থেকেছেন তিনি।
আড্ডায় সুজিত সরকার বলেন, ‘শাহরুখকে আমি থিয়েটার গ্রুপ থেকে চিনি, সে ব্যারি জন গ্রুপে ছিল, আমি সেখানে ছিলাম, আমি তার সঙ্গে নাটক করিনি, আমি তাদের সঙ্গে ছিলাম।’
তিনি আরও জানান, ‘কনট প্লেসে দে’পল ক্যাফে বলে একটা জায়গা আছে এবং শাহরুখ ওইসময় গৌরীর সাথে সেখানে আসত। আমি তাকে রোমান্স করতে দেখেছি কিন্তু তাঁর নাটক কখনো দেখিনি।
শাহরুখ-গৌরীর প্রেম
১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় শাহরুখ-গৌরীর। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। ১৮ বছর বয়সে গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ এবং তখন গৌরী ছিব্বরের বয়স ছিল মাত্র ১৪ বছর, যদিও শাহরুখের কথায়, সেটা শুধু ‘অ্যাফেয়ার’ ছিল। শাহরুখের মাত্রাতিরিক্ত পসেসিভ আচরণের জন্য সম্পর্ক ভেঙে দিয়েছিলেন গৌরী। তবে পর্দার এই রোম্যান্স কিং নিজের প্রেমকে ফিরে পেতেও কম পরিশ্রম করেননি।
১৯৯১ সালের ২৫ শেঅক্টোবর বিয়ের পর্ব সারেন শাহরুখ-গৌরী,তখনও মুক্তি পায়নি অভিনেতার ডেব্যিউ ছবি দিওয়ানা। ধর্ম আলাদা, শাহরুখ তখনও মুম্বইয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি।স্বাভাবিকভাবেই গৌরীর পরিবারকে বোঝানো সহজ ছিল না। তবে মেয়ের প্রেমের সামনে নতি স্বীকার করে নিয়েছিলেন বাবা-মা।
সেই ১৮ বছর বয়স থেকে এক নারীতেই আসক্ত শাহরুখ। একসঙ্গে প্রায় ৪০ বছর কাটিয়ে ফেলেছেন দুজনে। বিয়ের ছয় বছর পর শাহরুখ ও গৌরী তাদের প্রথম পুত্র আরিয়ান খানকে স্বাগত জানান। তাদের কন্যা সুহানা খান ২০০০ সালের ২২ মে জন্মগ্রহণ করেন এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান ২০১৩ সালের ২৭ মে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন।
সম্প্রতি নিজের ৫৯তম জন্মদিন পালন করেছেন শাহরুখ। জন্মদিনের কেক কাটার ছবি পোস্ট করে গৌরী লিখেছেন, ‘বন্ধু ও পরিবারের সঙ্গে গত রাতে একটি স্মরণীয় সন্ধ্যা... শুভ জন্মদিন।’