বড় পর্দায় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই। এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অবলম্বনে বানানো হয়েছে এই ছবিটি। আগামী ২৩ তারিখ বড় পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার আগে এদিন অনির্বাণ চক্রবর্তীকে আউট করে দিলেন সৃজিত! ভাবছেন ব্যাপার কী? আসলে এদিন ছবির গোটা টিমকে পিকনিকের মেজাজে দেখা গেল। সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন সৃজিত।
আরও পড়ুন: রুবেলের সিঁদুরে সীমন্তিনী হতেই ঝরঝর করে কেঁদে ফেলেন শ্বেতা! প্রকাশ্যে বিয়ের অদেখা মুহূর্ত
আরও পড়ুন: ১৫ কোটির দোরগোড়ায় ইমারজেন্সি, প্রথম মঙ্গলবার বক্স অফিসে কত আয় করল কঙ্গনার ছবি?
কী ঘটেছে?
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির পিকনিক ছিল। সেখানেই খাওয়া দাওয়া আড্ডায় জমে উঠেছিল আসর। বাদ যায়নি কুইজ থেকে ক্রিকেট খেলাও। সেখানেই আনন্দবাজারের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্রিকেট খেলায় অনির্বাণ চক্রবর্তীকে স্টাম্প আউট করলেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু আদৌ কি সেটা স্টাম্প আউট ছিল সেই নিয়ে শুরু জোর বিতর্ক, যদিও সবটাই মজা করে।
এদিনের এই পিকনিকে পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরসেনী মৈত্র, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায় সহ সত্যি বলে সত্যি কিছু নেই ছবির প্রায় গোটা টিম হাজির ছিল। পিকনিকে কুইজে কুইজ মাস্টার সৃজিত মুখোপাধ্যায়কে কেবল তাঁর ছবি নয়, এই একই দিনে মুক্তি পেতে চলা বিনোদিনী একটি নটীর উপাখ্যান এবং সেই ছবির বিষয়েও প্রশ্ন করতে দেখা যায়।
পিকনিকের মেনু ছিল নজরকাড়া। মাটন থেকে পোলাও সহ আরও বিভিন্ন পদ দেখা যায়।
সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে
প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখকে দেখা যাবে। SVF প্রযোজনা করেছে এই ছবির।
আরও পড়ুন: শরীরে থাবা বসিয়েছে ক্যানসার, তাও ‘অল দ্যাট ব্রিথস’র পরিচালক শৌনক বললেন, ‘ছদ্মবেশী আশীর্বাদ’! কেন?
আরও পড়ুন: ঢেউয়ে চেয়ার উল্টে গেছিল, সেটা তোলার পর দেখা গেল তার নিচে কাঞ্চনদা: সুহোত্র
সৃজিত এবং অনির্বাণের আগামী কাজ
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের আরও একাধিক কাজ আসছে সামনে। আর তারই অন্যতম হল উইঙ্কল টুইঙ্কল। অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে পুরোপুরি একেন সিরিজে। এছাড়া তাঁর ছবি অপরিচিত বর্তমানে বড় পর্দায় দেখা যাচ্ছে।