বাংলা নিউজ > বায়োস্কোপ > Shovan-Dipsita Age Gap: বোনুর জন্মদিনে আদুরে শুভেচ্ছা দাদান-এর! শোভনের চেয়ে বয়সে কত ছোট দীপ্সিতা?

Shovan-Dipsita Age Gap: বোনুর জন্মদিনে আদুরে শুভেচ্ছা দাদান-এর! শোভনের চেয়ে বয়সে কত ছোট দীপ্সিতা?

বোনুর জন্মদিনে আদুরে শুভেচ্ছা দাদান-এর! শোভনের চেয়ে বয়সে কত ছোট দীপ্সিতা?

Shovan-Dipsita Age Gap: একদম পিঠাপিঠি ভাই-বোন শোভন-দীপ্সিতা। দুজনের বয়সের ফারাক জানলে চমকে উঠবেন। 

একজন জনপ্রিয় গায়ক, অন্যজন রাজনীতিবিদ। সম্পর্কে ভাই-বোন। পেশা আলাদা হলেও দুজনের সম্পর্কে কখনও রাজনীতির রং লাগেনি। কথা হচ্ছে গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও তাঁর ‘বোনু’ দীপ্সিতা ধরের। শুক্রবার দীপ্সিতার জন্মদিন। আর বোনের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা এল দাদানের তরফে।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুশোকের মাঝেই এবারের জন্মদিন দীপ্সিতার। স্বভাবতই মনভার। তবে দাদার পাঠানো শুভেচ্ছায় নিঃসন্দেহে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটেছে বার্থ ডে গার্লের। সম্পর্কে শোভনের মাসতুতো বোন দীপ্সিতা। দুজনের বয়স একদম পিঠাপিঠি! জানেন শোভনের চেয়ে মাত্র ৪ মাসের ছোট দীপ্সিতা! 

১ এপ্রিল ১৯৯৩ সালে জন্ম শোভনের। আর ওই বছরেরই ৯ই অগস্ট জন্মেছিলেন দীপ্সিতা। অর্থাৎ দীপস্তিরা চেয়ে ঠিক ৪ মাস ৮ দিনের বড় শোভন। শুক্রবার ৩১ পূর্ণ করে ফেললেন বামনেত্রী। ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন শোভন, আর দীপ্সিতা ঠিক তার পরের বছর। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের ছাত্র শোভন, অন্যদিকে আশুতোষ কলেজে থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন দীপ্সিতা। বাম নেত্রীর জন্য ‘ভোট গান’ও গেয়েছেন ‘দাদান’ শোভন।

এদিন বোনের কাঁধে ভরসার হাত রাখা একটি ছবি পোস্ট করলেন সদ্যবিবাহিত শোভন। গায়কের পরনে নীল রঙা টি-শার্ট আর প্যান্ট। সুতির হাফ টি-শার্ট পরে আছেন বার্থ ডে গার্ল। দুজনের মুখেই মিষ্টি হাসি। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন’।

শোভন-দীপ্সিতার সম্পর্ক পুরোদস্তুর খুনসুটি। পিঠাপিঠি ভাই-বোন হওয়ায় মারপিট করেই বড় হয়েছেন দুজনে। এমনিতে অরিজিৎ সিং-এর ভক্ত হলেও দাদার গান শুনতেও খুব ভালোবাসেন দীপ্সিতা। শোভনের গাওয়া ‘বাঁধনে বাঁধিব’ গানটি বামনেত্রীর ফেভারিট। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপ্সিতা জানিয়েছিলেন, দাদার জন্যই নাকি গান শেখা হয়ে ওঠেনি তাঁর। বলেছিলেন, ‘আমি যে গান শিখিনি তার বড় কারণ দাদা। ছোট থেকে দেখছি ও সকাল থেকে ওঠে সারেগামাপা রেওয়াজ করত। আমি দেখে ভাবতাম, গান শিখলে আমাকেও এত সকালে উঠে রেওয়াজ করতে হবে! ওরে বাবা! আমরা একদম পিঠোপিঠি তো, দাদার চেয়ে আমি চার মাসের ছোট। ও যখন গান গাইত আমি ইচ্ছা করে বেসুরে গাইতাম, আর ও রেগে যেত। বলত- দেখ বোনু আমার গানটা নষ্ট করে দিচ্ছে। তো বলতে পারেন, আমাদের দুষ্টমির যুগলবন্দি আছে, গানের যুগলবন্দি নেই। ও গাইলে আমি নাচতে পারি, এইটুকুই। ও অনেক সুন্দর গায়, খুব ভালো গায়ক’।

‘তোমারটা কবে?’ সোহিনীর সঙ্গে ছবি দিতেই প্রশ্নে জেরবার, প্রেমচর্চার মাঝে বিয়ে নিয়ে ভাবনা দীপ্সিতার?

গত মাসেই অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সই-সাবুদ করে বিয়ে করেছেন শোভন। দাদার বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন যুবনেত্রী। সেই ছবির ঝলক উঠে এসেছে দীপ্সিতার ইনস্টাগ্রামের দেওয়ালে। গায়ে হলুদে বৌদির নির্দেশে হলুদ শাড়িতে ঝলমলে বামনেত্রী, পুল পার্টিতেও বিন্দাস মুডে ধরা দিয়েছেন। বৌদিমণির সঙ্গেও দারুণ ভাব ননদিনির। 

শোভন-সোহিনীর বিয়েকে ঘিরে নেটপাড়ায় ট্রোলের বন্যা বইতেই ফুঁসে উঠেছিলেন দীপ্সিতা। দাদা-বৌদিকে আক্রমণের জবাবে তিনি বলেছিলেন ‘আমি খুব বিরক্ত। এই ধরনের মন্তব্যের কোনও সারবত্তা নেই। যদিও সোহিনীদির উপর এগুলো কোনও প্রভাব ফেলতে পারেনি। এতটুকুও ভাবিত নয়। সমাজমাধ্যমে ট্রোলিং কে কী ভাবে পাত্তা না দিয়ে থাকা যায়, সেটা ওর মধ্যে দেখেছি।’

বায়োস্কোপ খবর

Latest News

Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.