সম্প্রতি একটি অনুষ্ঠানে জুটি বেঁধে পারফর্ম করলেন শোভন গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। একদিকে যখন খাদান বক্স অফিসে ঝড় তুলেছে তখন আরেকদিকে যিশু তাঁর আরও একটি গুণকে নতুন করে প্রকাশ্যে আনলেন। আর সেই অনুষ্ঠানে এদিন দর্শক হিসেবে হাজির ছিলেন সোহিনী সরকার সহ টলিউডের অনেকেই।
কী ঘটেছে?
যাঁরা সারেগামাপার নিয়মিত দর্শক তাঁরা সকলেই জানেন যিশু সেনগুপ্ত যখন সেই শোয়ের সঞ্চালনা করতে তখন তাঁকে মাঝে মধ্যেই ড্রামস বাজাতে দেখা যেত। ২০২৩ সালে তিনি তাঁর ব্যান্ডের কথাও ঘোষণা করেছিলেন। তবে এদিন তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা গেল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে। এদিন যিশু এবং শোভন মিলে মঞ্চ কাঁপালেন। যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে শোভন গাইছেন গুলাবি আঁখে গানটি। আর পিছনে ড্রামসে আছেন যিশু।
অন্যদিকে দর্শকাশনে বসে থাকতে দেখা গেল শোভনের স্ত্রী সোহিনী সরকারকে। সঙ্গে ছিলেন সৌরভ দাস, তাঁর স্ত্রী দর্শনা বণিক। এছাড়া ছোট পর্দার পরিচিত মুখ রাহুল মজুমদার, ইন্দ্রাশিস রায়, দুর্নিবার সাহা, ঐন্দ্রিলা সেন, সহ টলিউডের আরও অনেককেই ছিলেন এদিনের কনসার্টে। বরের সঙ্গে দর্শকাশনে বসেই হাততালি গান গাইতে দেখা যায় সোহিনী সরকারকে। অন্যদিকে অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি দর্শনা সেটার ভিডিয়ো করেন। সৌরভকেও হাততালি দিয়ে গলা মেলাতে দেখা যায় বন্ধুর সঙ্গে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন। অন্যদিকে গত বছরের একদম শেষ ভাগে, ২০২৩ এর ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন সৌরভ এবং দর্শনা।