শ্রদ্ধা কাপুর তাঁর সর্বশেষ ছবি ‘স্ত্রী ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত, কারণ এই ছবিটি চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার। আর তা নিয়ে আনন্দিত তাঁর অনুরাগীরাও, তাঁরাও দারুণ খুশি। কিন্তু এখানেই খুশির কারণ শেষ নয়, কারণ কয়েক মাস ধরে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাহুল মোদির সঙ্গে নাকি ডেট করছেন নায়িকা?
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই চর্চা হয়। তবে কসমোপলিটনকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে শ্রদ্ধা জানিয়েছেন যে, ‘তিনি তাঁর সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।’ আর সেখান থেকেই তাঁর প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।
সাক্ষাৎকারে শ্রদ্ধা তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। নায়িকা বলেছেন, ‘আমি আমার সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেটা সিনেমা দেখা হোক, বা ডিনার করতে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই আমার পছন্দের। আমি এমন একজন যে একসঙ্গে এইসব কাজ করতে বা কিচ্ছু না করে কেবল চুপচাপ পাশে বসে সময় কাটাতে পছন্দ করি।’
আরও পড়ুন: 'রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার
সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে নানা কথা ভাগ করে নেন নায়িকা। তাঁর মতে, 'বিয়েতে বিশ্বাস করা বা না করা নয়, বরং জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষটাকে বেছে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন যে তাঁরা বিয়ে করতে চান, তবে তাঁদের মধ্যে সম্পর্কটাও দারুণ হওয়া উচিত। তবে তাঁরা যদি মনে করে যে তাঁরা বিয়ে করতে চান না, কেবল একসঙ্গে থাকতে চান, সেক্ষেত্রেও সম্পর্ক দুর্দান্ত হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, শ্রদ্ধা তাঁর প্রথম জনপ্রিয় ছবি ‘আশিকি ২’-এর সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তাঁরা কেউই এই বিষয়টি নিয়ে জনসমক্ষে কিছু প্রকাশ করেনি। পরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ কাজ করার সময় রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল
উল্লেখ্য, শাহরুখ খানের 'জওয়ান'-এর কালেকশনকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হয়ে উঠেছে শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী ২'। এি ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠি। তাছাড়াও এক বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে। পাশাপাশি এই ছবিতে বরুণ ধাওয়ান এবং অক্ষয় কুমারের ক্যামিও রয়েছে।